ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:১৪, ১ ডিসেম্বর ২০১৭

নতুন গবেষণা

আকাশে উড়বে ‘বাহনা’ হেলিকপ্টারের আদলে একজন যাত্রী নিয়ে খাড়া ওপরে উঠতে পারে ‘বাহনা’। জ্বালানি খরচ কম হওয়ায় উড়ুক্কু বাহনটিতে মাইলপ্রতি পথ পাড়ি দিতে খরচ হবে মাত্র দুই ডলার। উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসের তৈরি বাহনটি শীঘ্রই পরীক্ষামূলকভাবে আকাশে উড়বে। সূত্র : বিবিসি ক্যান্সার নির্ণয়ে স্ক্যান হাতের চামড়ার তাপমাত্রা পর্যালোচনা করেই শরীরের ক্যান্সারের সন্ধান দিতে পারে ‘দ্য স্ক্যান’। কানাডার শিক্ষার্থীদের তৈরি ডিভাইসটি এরই মধ্যে জেমস ডাইসন এ্যাওয়ার্ডও অর্জন করেছে। পুরস্কার হিসেবে পেয়েছে ৪০ হাজার ডলারও। রোবট ড্রয়িং কার বিশাল টেবিলে একসঙ্গে নিখুঁতভাবে বিভিন্ন ছবি আঁকতে পারে রোবট। এর নাম ‘রোবট ড্রয়িং কার’। এমনকি এই রোবট মানচিত্রও আঁকতে পারে। পর্তুগালে অনুষ্ঠিত ওয়েব সামিট সম্মেলনের দেখা মিলেছিল রোবট গাড়িগুলোর।
×