ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুটুল মাহফুজ

স্টাইলিশ ফর্মাল লুক আনতে...

প্রকাশিত: ০৭:১২, ১ ডিসেম্বর ২০১৭

স্টাইলিশ ফর্মাল লুক আনতে...

বেশিরভাগ ছেলেই একটু অগোছাল থাকতে পছন্দ করেন। এরই প্রেক্ষিতে একেবারে প্রয়োজন এবং বাধ্য না হলে অনেক ছেলেই ফর্মাল লুকে থাকতে পছন্দ করেন না। যদিও চাকরি এবং কোন অনুষ্ঠানে যাওয়ার সুবাদে ফর্মাল লুক নিতে হয়, তারপরও অনেকে ফর্মাল লুক না নিয়েই চলে যান। অনেকে মনে করেন সাধারণ ক্যাজুয়াল লুকই বেশি স্টাইলিশ। কিন্তু ফর্মাল লুকের প্রয়োজনীয় কিছু জিনিস সঙ্গে থাকলে ফর্মাল লুকই ছেলেদের স্টাইলিশ এবং ম্যানলিভাবে উপস্থাপন করে। চলুন তবে দেখে নেয়া যাক ছেলেদের ফর্মাল লুকের জন্য জরুরী ৪টি ব্যাপার। ফর্মাল শার্ট ফর্মাল লুকের ক্ষেত্রে অন্য রঙের শার্টও চলে কিন্তু সব চাইতে ভাললাগে সাদা রঙের শার্ট। যে কোন ব্লেজার এবং স্যুটের সঙ্গে সাদা রঙের শার্ট ভাল মানিয়ে যায়। এছাড়া হালকা রঙের শার্টগুলোও বেশ ভাল মানায়। কালো চামড়ার জুতা ফর্মাল লুকের সঙ্গে অন্য যে কোন জুতার বদলে কালো চামড়ার জুতা বেশ ভাল মানায়। এতে করে ফর্মাল লুকে আভিজাত্য আনতে পারেন ছেলেরা। টাই ফর্মাল লুকের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টাই। শার্টের রঙের সঙ্গে মিলিয়ে মানানসই গড়নের টাই ফর্মাল লুকে আনে স্টাইলিশ ভাব। ভাল একটি টাইের কালেকশন রাখতে পারেন ছেলেরা নিজেদের ভিন্নভাবে উপস্থাপন করতে চাইলে। কাফলিংস একজোড়া কাফলিংস ফর্মাল লুকটাকে আরও আকর্ষণীয় করে তোলে। বেশি নয় মাত্র ২-৩ জোড়া কাফলিংস রাখতে পারেন ছেলেরা নিজেদের ড্রয়ারে। যখন কোন ফর্মাল মিটিং বা কোন অনুষ্ঠানে ফর্মাল লুক নিতে বেশ কাজে দেবে।
×