ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোপন আলাপ ‘বন্ধে’-

প্রকাশিত: ০৬:০৪, ১ ডিসেম্বর ২০১৭

গোপন আলাপ ‘বন্ধে’-

উবার কর্মীরা প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনায় সাংকেতিক চ্যাটিং এ্যাপ ব্যবহার করতেন, মঙ্গলবার এমন তথ্য প্রকাশ পায়। এ খবর জনসাধারণের কাছে অবাক করা লাগতে পারে কিন্তু এতে মোটেও অবাক হননি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দারা খোসরোশাহী। এক টুইটে খোসরোশাহী বলেন, উবার প্রধান হওয়ার এক মাসের মধ্যে প্রতিষ্ঠানের ব্যবসা নিয়ে আলোচনায় সংকেতায়িত এ্যাপের ব্যবহার নিষিদ্ধ করেছেন তিনি। -বিজনেস ইনসাইডার গুগলের বিশ্বাসভঙ্গ ব্যক্তিগত ডেটা সংগ্রহের অভিযোগে গুগলের বিরুদ্ধে একটি ক্লাস এ্যাকশন মামলা রুজু করা হয়েছে। মার্কিন ওয়েব জায়ান্টটিকে যুক্তরাজ্যের ৫০ লাখেরও বেশি মানুষকে ক্ষতিপূরণ দেয়া লাগতে পারে। রিচার্ড লয়েড’র নেতৃত্বে একটি দল দাবি করেছে, ২০১১ সালের জুন থেকে ২০১২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আইফোনের প্রাইভেসি ডিফল্ট সেটিংস এড়িয়ে বেআইনীভাবে গুগল গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে। -ওয়েবসাইট
×