ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘ভ্যাসলিন হিলিং প্রোজেক্ট’ কার্যক্রম বগুড়ায়

প্রকাশিত: ০৬:০৪, ১ ডিসেম্বর ২০১৭

‘ভ্যাসলিন হিলিং প্রোজেক্ট’ কার্যক্রম বগুড়ায়

ভ্যাসলিন হিলিং প্রোজেক্টের মাধ্যমে এ বছরও উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের ত্বকের সুস্থতায় সাহায্য করতে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ডোনেট করার উদ্যোগ নেয়া হয়েছে। এবারে প্রায় এক লাখ মানুষের কাছে এই সাহায্য পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে ভ্যাসলিন। এ ছাড়া এ প্রোজেক্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষকে ত্বক সংক্রান্ত প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশে এবার ৩০০ ডাক্তার এবং ৬০০ নার্সকে প্রশিক্ষণ দেয়া হবে। ভ্যাসলিন আয়োজিত এই সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের গুরুত্ব বুঝে প্রথম থেকেই ‘ভ্যাসলিন হিলিং প্রোজেক্টের’ সঙ্গে আছেন অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। প্রোজেক্টে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের এনজিও পার্টনার হিসেবে আছে টিএমএসএস। ‘ভ্যাসলিন হিলিং প্রোজেক্টের কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার বগুড়ায় আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিপাশা হায়াত। এ ছাড়াও এ অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হেড অব পার্সোনাল কেয়ার নাফিস আনোয়ার এবং অন্যান্য প্রতিনিধিবৃন্দ, টিএমএসএসের পক্ষ থেকে প্রোফেসর ডক্টর রাশেদুল ইসলাম, হেড অব ডিপার্টমেন্ট, স্কিন এ্যান্ড ভিনিরিয়লজি, সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি।
×