ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘সঠিক নীতিমালায় জনসংখ্যাকে সম্পদে পরিণত করা সম্ভব’

প্রকাশিত: ০৬:০৩, ১ ডিসেম্বর ২০১৭

‘সঠিক নীতিমালায় জনসংখ্যাকে সম্পদে পরিণত করা সম্ভব’

স্টাফ রিপোর্টার ॥ জনসংখ্যা অভিশাপ নয় বরং সঠিক নীতিমালা ব্যবহার করে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা সম্ভব। বৃহস্পতিবার স্মার্ট সিটি ক্যাম্পেনের দ্বিতীয় দিনে বক্তারা একথা বলেন। ‘আধুনিক বাসযোগ্য নগর বিনির্মাণে পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটার মিলনায়তনে। ইউএনডিপি বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার যৌথ উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাদের জনঘনত্বে সুবিধা কাজে লাগিয়ে কার্বন নির্গমন করা গেলে আধুনিক বাসযোগ্য নগর নির্মাণে আমরা একধাপ এগিয়ে যাব। পলিসি রিসার্চ ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক আহসান মনসুরও বক্তব্য রাখেন। তিনি বলেন, প্লটভিত্তিক উন্নয়ন থেকে বের হয়ে এসে প্রতিটি মানুষের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের চেয়ারম্যান এবং অধ্যাপক স্থপতি আদনান মোর্শেদ বলেন, আধুনিক বাসযোগ্য নগর গড়ে তোলায় আমরা এগিয়ে আছি। তিনি আরও বলেন, পাশ্চাত্য নগরে জনঘনত্ব বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। আমাদের নগরগুলোতে জনঘনত্ব বেশি কিন্তু সুবিধাটুকু কাজে লাগাতে পারছি না। সভায় আরও বক্তব্য রাখেন বিডি জবস্ এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, বিডি সাইক্লিস্টের মডারেটর ফুয়াদ আহসান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. শামসুল হক এবং নগর ও অঞ্চল বিভাগের অধ্যাপক ড. ইশরাত ইসলাম।
×