ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ ॥ কুশনারকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৬:০৩, ১ ডিসেম্বর ২০১৭

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ ॥ কুশনারকে জিজ্ঞাসাবাদ

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের বিশেষ কৌঁসুলি রবার্ট মুয়েলারের তদন্ত টিম সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জাবেদ কুশনারকে এ মাসে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ কথা নিশ্চিত করেছেন। খবর গার্ডিয়ান অনলাইনের। ওই কর্মকর্তা বলেন, কুশনারকে প্রায় ৯০ মিনিট জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফ্লিন অভিযোগ থেকে অব্যাহতি পেতে পারেন, এ ধরনের কোন তথ্য কুশনার জানেন কিনা তা প্রতিষ্ঠার আংশিক লক্ষ্য ছিল এ জিজ্ঞাসাবাদের। কর্মকর্তা বলেন, হোয়াইট হাউসের একাধিক সাক্ষীকে ফ্লিন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই রাজধানীর গুলশানে বুধবার সন্ধ্যায় ১৭০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গুলশানের কালাচাঁদপুর এলাকায় পুলিশ এদের আটক করে। আটককৃতরা হলো গিয়াস উদ্দিন (৩০) ও ইয়াদুল ইসলাম (২৯)। তারা চট্টগ্রামের রাউজান ও জামালপুরের ইসলামপুরের বাসিন্দা। উর্ধতন পুলিশ সূত্র জানায়, তাদের মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।-বিজ্ঞপ্তি।
×