ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঈদ-ই-মিলাদুন্নবীর পক্ষকালব্যাপী অনুষ্ঠান শুরু আজ

প্রকাশিত: ০৬:০২, ১ ডিসেম্বর ২০১৭

ঈদ-ই-মিলাদুন্নবীর পক্ষকালব্যাপী অনুষ্ঠান শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা) উদযাপনের পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই অনুষ্ঠানমালা শুরু হবে। অনুষ্ঠানটি কয়েকটি পর্বে পরিচালিত হবে। অনুষ্ঠানমালার মধ্যে থাকছে -ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামিক প্রদর্শনী ক্যালিগ্রাফি, মহানবীর (সা) জীবনীভিত্তিক পোস্টার ও গ্রন্থ। আরও থাকছে মাসব্যাপী বইমেলা, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ, কিরাত ও হামদ-নাত মাহফিল। ধর্মমন্ত্রী মতিউর রহমান এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুণ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ আরও অনেকে। ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচন ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচন আগামী ১৩ ডিসেম্বর। ঐদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটদান শেষে তা গণনার পর ফল ঘোষণা করা হবে। ভিসির প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এই নির্বাচন পরিচালনা করবেন। বৃহস্পতিবার বেলা ১টা পর্যন্ত মনোনয়নপত্র রেজিস্ট্রার দফতরের সংশ্লিষ্ট শাখায় জমা নেয়া হয়েছে। আগামী ৫ ডিসেম্বর বেলা ১টার মধ্যে যে কোন প্রার্থী ইচ্ছে করলে তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
×