ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবারও প্রশ্নবিদ্ধ আল আমিনের বোলিং এ্যাকশন

প্রকাশিত: ০৬:০০, ১ ডিসেম্বর ২০১৭

আবারও প্রশ্নবিদ্ধ আল আমিনের বোলিং এ্যাকশন

স্পোর্টস রিপোর্টার ॥ তিন বছর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে একবার পেসার আল-আমিন হোসেনের বোলিং এ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল। আবারও প্রশ্নবিদ্ধ হলো। এবার বিপিএলে আল-আমিনের বোলিং এ্যাকশন প্রশ্নবিদ্ধ হলো। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এ পেসারের বোলিং এ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয়েছে। তবে আপাতত খেলতে পারবেন আল-আমিন। ১৪ দিনের মতো সময় পাওয়া যাবে। এরপর পরীক্ষায় পাস না করার আগ পর্যন্ত, বৈধ না হওয়া পর্যন্ত বোলিং করতে পারবেন না। যে সময় মিলেছে তাতে বিপিএলের বাকি ম্যাচগুলোও খেলতে পারবেন আল-আমিন। ২৮ নবেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইটান্সের বিপক্ষে ইনিংসের ১৫তম ওভারে বল করেন আল-আমিন। সেই ওভারেই তার বোলিং নিয়ে সন্দেহ হয় ফিল্ড আম্পায়ারদের। এরপরই অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। বোলিং পরীক্ষা দিয়ে নিজেকে বৈধ প্রমাণ করার সুযোগ পাচ্ছেন আল-আমিন। ১৪ দিনের মতো সময় পাওয়া আল-আমিনকে বিসিবির বোলিং এ্যাকশন রিভিউ কমিটির কাছে তার রিপোর্ট পেশ করতে হবে। তার আগে নিয়ম অনুযায়ী আগামী দুই সপ্তাহ খেলতে পারবেন তিনি। আর আগামী ১২ ডিসেম্বর বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। তাতে বিপিএলের চলমান আসরে খেলতে কোন বাধা থাকছে না এই পেসারের। ২০১৪ সালে পরীক্ষা দিয়ে বোলিংয়ের বৈধতা পান।
×