ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বোলিংয়ে দেশীদের দাপট

প্রকাশিত: ০৬:০০, ১ ডিসেম্বর ২০১৭

বোলিংয়ে দেশীদের দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ বিপিএলের এবারের আসরে বুধবার শেষ হওয়া চট্টগ্রামপর্ব শেষে ব্যাটিংয়ে একটু পিছিয়ে পড়লেও, বোলিংয়ে বাজিমাত করেছে দেশীয় বোলাররা। বোলিংয়ে সেরা পাঁচের পাঁচটিতেই স্থানীয় বোলারদের জয়জয়কার। তবে ব্যাটিংয়ে সেরা পাঁচে আছেন শুধু একজন দেশী ব্যাটসম্যান। তিনি খুলনা টাইটান্সের মাহমুদুল্লাহ রিয়াদ। আর বোলিংয়ে সবার ওপরে আছেন যথারীতি খুলনা টাইটান্সেরই আবু জায়েদ রাহি। ব্যাটিংয়ে রংপুর রাইডার্সের রবি বোপারা (৩২২ রান) শীর্ষে আছেন। এরপর ঢাকা ডায়নামাইটসের এভিন লুইস (৩২০ রান), তৃতীয় স্থানে চিটাগং ভাইকিংসের লুক রনকি (২৭৩ রান), চতুর্থ স্থানে মাহমুদুল্লাহ রিয়াদ (২৬৩ রান) ও পঞ্চম স্থানে আন্দ্রে ফ্লেচার (২৬০ রান) আছেন। বোলিংয়ে আবু জায়েদ রাহি (১৫ উইকেট) এক নম্বরে আছেন। ঢাকা ডায়নামাইটসের সাকিব আল হাসান (১৩ উইকেট) দ্বিতীয় স্থানে, চিটাগং ভাইকিংসের তাসকিন আহমেদ (১৩ উইকেট) তৃতীয় স্থানে, ঢাকা ডায়নামাইটসের আবু হায়দার রনি (১২ উইকেট) চতুর্থ স্থানে ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোহাম্মদ সাইফউদ্দিন (১২ উইকেট) পঞ্চম স্থানে আছেন। বোলিংয়ে দুর্দান্ত করছেন দেশী ক্রিকেটাররা। সিলেটপর্ব শেষে সবদিকেই আধিপত্য ছিল বিদেশী ক্রিকেটারদের। ব্যাটিং-বোলিংয়ে এগিয়ে ছিল বিদেশী ক্রিকেটাররাই। কিন্তু ঢাকাপর্ব শেষে বিদেশী ক্রিকেটারদের সঙ্গে ভালই পাল্লা দিয়েছেন দেশী ক্রিকেটাররা। দাপট দেখিয়েছেন। ব্যাটিং-বোলিংয়ে সেরা পাঁচে এমনকি শীর্ষস্থানেও দেশী ক্রিকেটারদের দাপট দেখা গিয়েছিল। সিলেটপর্ব শেষে ব্যাটিংয়ে শীর্ষ স্থানে ছিলেন সিলেট সিক্সার্সের শ্রীলঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা (১৯৬ রান)। আর বোলিংয়ে শীর্ষে ছিলেন সিলেট সিক্সার্সেরই ইংল্যান্ড পেসার লিয়াম প্লাঙ্কেট (৬ উইকেট)। কিন্তু ঢাকাপর্ব শেষে দাপট বেড়েছিল দেশী ক্রিকেটারদের। ব্যাটিংয়ে সিলেটপর্ব শেষে সেরা পাঁচে কোন দেশী ব্যাটসম্যান ছিলেন না। কিন্তু ঢাকাপর্ব শেষে দুই দেশী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ রিয়াদ সেরা পাঁচে ছিলেন। এবার চট্টগ্রাপর্ব শেষে ব্যাটিংয়ে আছেন শুধু মাহমুদুল্লাহ। বোলিংয়ে সিলেটপর্ব শেষে তিন দেশী বোলার সেরা পাঁচে ছিলেন। কিন্তু শীর্ষস্থানটি বিদেশী বোলারের দখলেই ছিল। ঢাকাপর্ব শেষে বোলিংয়ে শীর্ষস্থানটি দেশী বোলার আবু জায়েদ রাহির দখলে ছিল। এমনকি সেরা পাঁচে রাহি, আবু হায়দার রনি ও সাকিব আল হাসান ছিলেন। চট্টগ্রামপর্ব শেষে সেরা পাঁচে শুধু দেশী বোলারদেরই স্থান হয়েছে। এবার বিপিএলে একাদশে ৫ বিদেশী ক্রিকেটারকে খেলার সুযোগ করে দেয়া হয়েছে। সেই সুযোগ প্রতিটি দলই নিচ্ছে। তাতে করে দেশী ক্রিকেটারদের সুযোগ কম মিলছে। এই সুযোগের মধ্যেও দেশী ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন। শুরুতে সাফল্য না মিললেও এখন সাফল্য মিলতে শুরু করেছে। ব্যাটিংয়ে সেই সাফল্যের অবস্থা একটু কম হলেও বোলিংয়ে সাফল্য ঈর্ষণীয় হয়ে উঠেছে।
×