ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রুনির হ্যাটট্রিকে এভারটনের বড় জয়

প্রকাশিত: ০৫:৫৭, ১ ডিসেম্বর ২০১৭

রুনির হ্যাটট্রিকে এভারটনের বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জাত চ্যাম্পিয়নরা ফুরিয়ে যান না। সেটাই আবার নতুন করে প্রমাণ করলেন ওয়েন রুনি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নিজের পুরনো ক্লাব এভারটনে গিয়ে যেন আরও দুর্বার হয়ে উঠেছেন সাবেক ইংল্যান্ডের এই তারকা ফুটবলার। বুধবার ইংলিশ প্রিমিয়ার লীগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেও দেখালেন তার ঝলক। দারুণ এক হ্যাটট্রিক উপহার দেন রুনি। সেই সঙ্গে তার দল এভারটনও পায় ৪-০ গোলের বড় জয়। নিজেদের মাঠে ১৮, ২৮ এবং ৬৬ মিনিটে গোল তিনটি করেন ওয়েন রুনি। তবে মজার ব্যাপার হলো- দীর্ঘ ২২৭২ দিন পর আবারও হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি। তার আগেরটা ছিল ২০১১ সালের ১০ সেপ্টেম্বরে! ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসেই যা সবচেয়ে দীর্ঘ বিরতির পর হ্যাটট্রিক পূর্ণ করার রেকর্ড! ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে এভারটনের হয়ে চতুর্থ গোলটি করেন এভারটনের ডিফেন্ডার এ্যাশলে উইলিয়ামস। এই জয়ের ফলে ১৪ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে লীগের ১৩ নাম্বারে উঠে এসেছে এভারটন। ১০ পয়েন্ট নিয়ে ওয়েস্টহ্যাম আছে ১৮ নাম্বারে। রুনির হ্যাটট্রিকের দিনে বড় জয়ের স্বাদ পেয়েছে আর্সেনাল ও লিভারপুল। আর্সেন ওয়েঙ্গারের দল ৫-০ গোলে রীতিমতো উড়িয়ে দিয়েছে হাডার্সফিল্ডকে। এ্যামিরেটস স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করেন ফরাসী ফরোয়ার্ড আলেকসঁদ লাকাজেত। ৫৯ মিনিটে গোলরক্ষককে কাটিয়ে অলিভিয়ের জিরুডের নেয়া শট লাগে পোস্টে। আট মিনিট পর আর ব্যর্থ হননি তিনি। তার তিন মিনিটের মধ্যে আরও দু’বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করে ফেলে আর্সেনাল। ৭২ মিনিটে গোল করেন জার্মান মিডফিল্ডার ওজিলও। আর ৮৭তম মিনিটে নবাগত হাডার্সফিল্ড টাউনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জিরুড। ইংলিশ প্রিমিয়ার লীগে লিভারপুল এদিন ৩-০ গোলে হারিয়েছে স্টোক সিটিকে। প্রতিপক্ষের মাঠে ১৭ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধের শেষদিকে ছয় মিনিটের ব্যবধানে জোড়া গোল করে জয় নিশ্চিত করেন দারুণ ছন্দে থাকা মোহামেদ সালাহ। ৭৭ ও ৮৩ মিনিটে গোল দুটি করেন মিসরের এই ফরোয়ার্ড। এ নিয়ে ইপিএল ও চ্যাম্পিয়ন্স লীগ মিলিয়ে শেষ নয় ম্যাচে ১১টি গোল করলেন সালাহ। আর লীগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ গোল মিসরের এই ফরোয়ার্ডের। দুই গোল কম করে তালিকায় দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পারের হ্যারিকেন। তবে ঘরের মাঠে পয়েন্ট হারাতে বসেছিল দারুণ ছন্দে এগিয়ে চলা ম্যানচেস্টার সিটি। কিন্তু সাউদাম্পটনের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল। নিজেদের মাঠে দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। বাঁদিক থেকে কেভিন ডি ব্রুইনের বাঁকানো ফ্রি-কিক ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল ঠেলে দেন ডাচ ডিফেন্ডার ভিরজিল ফন ডাইক। ৭৫ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ওরিওল রোমেউয়ের গোলে সমতায় ফেরে সাউদাম্পটন। পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যাওয়া সিটি অবশেষে ম্যাচের একেবারে শেষদিকে জয়সূচক গোলের দেখা পায়। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ডি ব্রুইনের সঙ্গে একবার বল দেয়া নেয়া ডি-বক্সের বাইরে থেকে দারুণ কোনাকুনি উঁচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার রাহিম স্টার্লিং। এদিকে স্ট্যামফোর্ড ব্রিজে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে চেলসিকে এগিয়ে দেন এ্যান্টোনিও রুডিগার। এনগোলো কন্টের জোরালো শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে পেয়ে যান রুডিগার, হেডে অনায়াসে গোলটি করেন জার্মান এই ডিফেন্ডার। এর ফলে ৯ জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়নরা। ম্যানচেস্টার সিটি ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল।
×