ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই ম্যাচ নিষিদ্ধ ডি রোসি

প্রকাশিত: ০৫:৫৬, ১ ডিসেম্বর ২০১৭

দুই ম্যাচ নিষিদ্ধ ডি রোসি

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে গত রবিবার রোমাকে আতিথ্য দেয় জেনোয়া। সেই ম্যাচে ১-০ গোলে এগিয়ে ছিল সফরকারীরা। কিন্তু ম্যাচের বয়স যখন ৬৯ মিনিট ঠিক তখনই বিতর্কিত এক ঘটনার জন্ম দেন রোমার অধিনায়ক ড্যানিয়েল ডি রোসি। জেনোয়ার জিয়ানলুকা লাপাদুলাকে থাপ্পড় মেরে বসেন তিনি। তবে রেফারির চোখ এড়াতে পারেননি তিনি। সঙ্গে সঙ্গেই লালকার্ড দেখিয়ে মাঠ থেকে রোমার অধিনায়ককে বের করে দেন রেফারি। শেষ পর্যন্ত সেই ম্যাচটা শেষ হয় ১-১ গোলের ড্রয়ে। তবে সংশয় ছিল কয় ম্যাচের নিষেধাজ্ঞা হবেন ডি রোসি! মঙ্গলবারই শাস্তির ফলাফল পেয়ে গেছেন সাবেক ইতালিয়ান মিডফিল্ডার। ইতালিয়ান সিরি’এ লীগ কর্তৃপক্ষ ডি রোসির বিরুদ্ধে ‘মারাত্মক অক্রীড়াসুলভ আচরণ’ খুঁজে পেয়েছে। যে কারণেই দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। এর ফলে এস রোমার পরের দুই ম্যাচে দর্শকের ভূমিকায় থাকতে হবে ৩৪ বছর বয়সী এই তারকা ফুটবলারকে। জরিমানার কবলে পড়েছে ইতালিয়ান জায়ান্ট ক্লাব জুভেন্টাস এবং ইন্টার মিলানও। জুভেন্টাসকে ১০,০০০ ইউরো এবং ইন্টার মিলানকে জরিমানা করা হয়েছে ৩৫,০০০ ইউরো।
×