ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ কোপা ডেল রে

গোলোৎসবে শেষ ষোলোতে বার্সিলোনা, এ্যাটলেটিকো

প্রকাশিত: ০৫:৫৫, ১ ডিসেম্বর ২০১৭

গোলোৎসবে শেষ ষোলোতে বার্সিলোনা, এ্যাটলেটিকো

স্পোর্টস রিপোর্টার ॥ গোলোৎসব করে স্প্যানিশ কোপা ডেল রে ফুটবলের শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সিলোনা ও এ্যাটলেটিকো মাদ্রিদ। বুধবার রাতে শেষ ৩২-এর দ্বিতীয় লেগের ম্যাচে বার্সা ৫-০ গোলে রিয়াল মার্সিয়াকে ও এ্যাটলেটিকো ৩-০ গোলে হারিয়েছে এলচেকে। শেষ ৩২-এর প্রথম লেগের ম্যাচে বার্সা জিতেছিল ৩-০ গোলে। দুই লেগ মিলিয়ে কাতালানদের জয় তাই ৮-০ ব্যবধানে। অন্যদিকে প্রথম লেগে ১-১ গোলে ড্র করা এ্যাটলেটিকোর দুই লেগ মিলিয়ে জয় ৪-১ গোলে। মার্সিয়ার বিরুদ্ধে বার্সিলোনা মাঠে নামায় দ্বিতীয় সারির দল। ছিলেন না অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মতো তারকা। এক ঘণ্টার মতো খেলেছেন জেরার্ড পিকে। দ্বিতীয় সারির এই দলই অবশ্য নাজেহাল করে দিয়েছে অতিথিদের। ন্যুক্যাম্পে বার্সিলোনার প্রথম গোলটি আসে ১৬ মিনিটে। গোল করেন পাকো আলকাসের। এরপর প্রথমার্ধে আর কোন গোলের দেখা পায়নি কাতালানরা। দ্বিতীয়ার্ধে গোলের জন্য যেন মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। ৫৬ মিনিটে গোল করেন জেরার্ড পিকে। এর পরপরই মাঠ ছাড়েন তিনি। চার মিনিট পর মার্সিয়ার জালে আরেকবার বল জড়ান এ্যালেক্স ভিদাল। ৭৪ ও ৭৯ মিনিটে আরও দুটি গোল আসে ডেনিস সুয়ারেজ ও জোশে আরনালজের সৌজন্যে। অন্যদিকে গোলপোস্টের নিচে প্রায় অলস সময় কাটাতে হয়েছে বার্সিলোনা গোলরক্ষক জ্যাসপারকে। গত তিন মৌসুমে কোপা ডেল রে’র শিরোপা জয় করে বার্সিলোনা। এবারও যে দলটি শিরোপা ভিন্ন অন্যকিছু ভাবছে না মাঠের পারফর্মেন্স সেটিই বলছে। ম্যাচ শেষে বার্সিলোনা কোচ আর্নেস্টো ভালভার্ডে বলেন, সার্বিকভাবে নতুনরা বেশ ভাল। তারা দেখিয়েছে, সমর্থকদের সামনে দায়িত্ব নিতে ও ভাল খেলতে জানে। তরুণরা সবাই ভাল খেলেছে। মৌসুমের শুরুতে সুপার কোপার ফাইনালে রিয়ালের কাছে হারের পর যেন ‘হার’ শব্দটিই ভুলে গেছেন মেসি-ইনিয়েস্তারা। আর ভিদাল, ডেনিসরাও সুযোগ পেয়েই প্রমাণ করছেন নিজেদের। তৃতীয় সারির দল লেইডা সবচেয়ে বড় চমক উপহার দিয়েছে। তিন গোলে পিছিয়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে নকআউটে জায়গা করে নেয় দলটি। অন্যদিকে শেষ মুহূর্তের গোলে এ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় ফোরমেনটেরা। বিলবাও ও ফোরমেনটেরার মধ্যকার প্রথমার্ধের ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর ফিরতি পর্বে কোন দলই গোলের দেখা পাচ্ছিল না। ৯৬ মিনিটে আলভেরো মুনিজের গোলে ২-১ গোলের অগ্রগামীতে শেষ ষোলোয় জায়গা করে নেয় দ্বিতীয় বিভাগের দল ফোরমেনটেরা। প্রথম লেগে ১-০ গোলে জয় পাওয়া রিয়াল সোসিয়েদাদ ফিরতি লেগের প্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে যায়। সবমিলিয়ে স্কোরলাইন ৩-০ হওয়ায় সোসিয়েদাদের নকআউট পর্ব সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। তবে লেইডার হয়ে ৫৬ মিনিটে আইতোর নোনেজ এবং তিন মিনিট পর মানো মোলিনা গোল করলে ম্যাচের দৃশ্যপট বদলে যায়। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে বোজান সামোকোভিকের গোলে রিয়াল সোসিয়েদাদকে স্তব্ধ করে দেয় লেইডা। শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৩-৩ স্কোরলাইন সত্ত্বেও এ্যাওয়ে গোলে এগিয়ে থেকে নকআউটে জায়গা করে নেয় লেইডা। রিয়াল সোসিয়েদাদ ও এ্যাথলেটিক বিলবাওয়ের বিদায়ের দিনে সহজ জয় পেয়েছে সেভিয়াও। প্রথম লেগে ৩-০ ব্যবধানে জয় পাওয়া সেভিয়া ফিরতি লেগে দ্বিতীয় সারির দল কার্টাগেনাকে ৪-০ গোলে উড়িয়ে বড় জয় দিয়ে প্রিকোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
×