ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঝ ল ক

প্রকাশিত: ০৫:৪৫, ১ ডিসেম্বর ২০১৭

ঝ ল ক

সাত বছর বয়সে স্নায়ুবিজ্ঞানী মাত্র তিন বছর বয়স থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। বাবা দেভেন এ্যান্টোনিও শেফাডের গবেষণাগারটিতে ঠিক সে বয়স থেকেই তার যাত্রা শুরু। আর এভাবে কাজ করতে করতে মাত্র সাত বছর বয়সেই স্নায়ুবিজ্ঞানী হলেন অময় আনতুনেতু। এর মধ্যেই তাকে নিয়ে ইন্টারনেটে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় থাকে সে। বিজ্ঞানের প্রতি আনতুনেতুর ভাললাগার একটি ভিডিও ২০১৫ সালে ফেসবুকে পোস্ট করেন তার বাবা। এখন পর্যন্ত ২০ লাখ মানুষ এতে লাইক দিয়েছে এবং মন্তব্য করেছে। শিশুটির বাবা জানান, তার মেয়ে যা করতে পছন্দ করে তিনি চান সে সেই কাজটি করুক। সে যদি রাঁধুনি হতে চাইত আমি তাকে রান্না শেখায় সহায়তা করতাম। সে বিজ্ঞান পছন্দ করে। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তাকে সহায়তা করি। বিজ্ঞানে সব সময় নতুন কিছু শেখার থাকে। কারণ এটা পরিবর্তনশীল। সেটা থেকে আমার মেয়ের আগ্রহ। বড় হয়ে সে নিউরোসার্জন হতে চায় বলে জানান দেভেন। সূত্র : সিনেট সোফিয়ার ‘হ্যালো বাংলাদেশ’ একটি ভিডিও বার্তায় বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে আলোচিত রোবট-নারী সোফিয়া। সে ওই বার্তায় এদেশে আসার আগ্রহের বিষয়টিও জানিয়েছে। ইংরেজীতে পাঠানো ওই ভিডিও বার্তায় সোফিয়া বলেছে, ‘হ্যালো বাংলাদেশ! আমি সোফিয়া, হ্যানসন রোবোটিকসের তৈরি বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমান রোবট। ডেভিড হ্যানসন বাংলাদেশে যাচ্ছেন, এ খবর জেনে আমি অভিভূত।’ আগামী ৬ ডিসেম্বর রাজধানী ঢাকায় অনুষ্ঠেয় তথ্যপ্রযুক্তি সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী দিন সোফিয়া বাংলাদেশ ভ্রমণে আসছে বলে জানা গেছে। ওই দিন সকালে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সে। সোফিয়া ইংরেজী ভাষায় অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে কথা বলবে। মেলা উদ্বোধনের পর একটি অনুষ্ঠানে অংশ নেবে সোফিয়া। এতে বিভিন্ন বিষয়ে কথা বলবে ও প্রশ্নের উত্তর দেবে। সোফিয়ার সঙ্গে ঢাকায় আসবেন রোবটটির ডিজাইনার ডেভিড হ্যানসন। তিনি সোফিয়াকে নিয়ে একটি কারিগরি অধিবেশনে বক্তৃতা করবেন। সেখানে তিনি সোফিয়ার কারিগরি দিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলবেন। সেদিনই সোফিয়া ঢাকা ত্যাগ করবে বলে জানা গেছে। সোফিয়া হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের মতো দেখতে। কোন প্রশ্ন করলে সে স্মিত হেসে গুছিয়ে উত্তর দিতে পারে। তবে এখনও পরিপূর্ণ নয় সে। মাথার পেছনের দিকটি যন্ত্রপাতিতে ঠাসা। গত অক্টোবরের শেষ সপ্তাহে সৌদি আরব সোফিয়াকে নাগরিকের মর্যাদা দেয়। এরপরই আলোচনায় আসে সোফিয়া। সূত্র : ওয়েবসাইট
×