ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে রুশ জ্বালানি সংস্থা প্রধানের সাক্ষাত

প্রকাশিত: ০৫:৪২, ১ ডিসেম্বর ২০১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে রুশ জ্বালানি সংস্থা প্রধানের সাক্ষাত

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বৃহস্পতিবার রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন। এদিন দুপুরে বহু প্রতীক্ষিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধনের প্রাক্কালে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থার এই শীর্ষ কর্মকর্তা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে আলেক্সেই লিখাচেভ রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।’ -খবর বাসস’র জ্বালানিকে অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি উল্লেখ করে রোসাটমের মহাপরিচালক বলেন, এ প্রকল্প সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করা হবে। লিখাচেভ উল্লেখ করেন যে, ভারতও এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারে। প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণে সহায়তার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এ মেগা প্রকল্পটির কাজ নির্বিঘেœ পরিচালিত হতে দেখে আমি আনন্দিত।’ রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মস্কোর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
×