ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ জেলায় জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু

প্রকাশিত: ০৫:৪১, ১ ডিসেম্বর ২০১৭

আজ জেলায় জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার ॥ আজ শুক্রবার থেকে জেলায় জেলায় বিতরণ শুরু হচ্ছে উন্নত জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড। ইসি কর্মকর্তরা জানিয়েছেন প্রাথমিকভাবে ২৭ জেলায় আজ থেকে বিতরণ শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে কেন্দ্রীয়ভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিতরণ কাজের উদ্বোধন করবেন। ইসি কর্মকর্তারা জানান, জেলায় জেলায় বিতরণ শুরুর জন্য প্রথম পর্যায়ে দেশের ৬৪টি জেলার মধ্যে ২৭টির সদর উপজেলায় স্মার্টকার্ড মুদ্রণ করে পাঠিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। বিতরণের সুবিধার্থে প্রয়োজনীয় ফিঙ্গার প্রিন্ট, স্ক্যানার ও আইরিশ মেশিন উপজেলা নির্বাচন অফিসে মজুদ রাখা হয়েছে। গত বছর ২ অক্টোবর থেকে দেশে প্রথমবারের মতো নাগরিকদের হাতে স্মার্টকার্ড তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রাথমিকভাবে রাজধানীর রমনা থানা এবং উত্তরা থানা এলাকা থেকে বিতরণ কাজ শুরু হয়। বর্তমানে ঢাকাসহ দেশের ১০টি সিটি কর্পোরেশন এলাকায় স্মার্টকার্ড বিতরণের কাজ চলছে। বিতরণ শুরু এক বছরের বেশি সময় পর এবার জেলায় জেলায় বিতরণ শুরু হয়েছে। এরপর উপজেলায় পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ শুরু করা হবে বলে তারা জানান। কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ইতোমধ্যে ১০টি সিটি কর্পোরেশনে বিতরণ কাজ চলমান রয়েছে। বিজয়ের মাস উপলক্ষে ১ ডিসেম্বরেই একযোগে জেলা সদরে বিতরণ শুরু করা হচ্ছে। যেসব এলাকায় আজ থেকে স্মার্টকার্ড বিতরণ হচ্ছে তার মধ্যে রয়েছে ফরিদপুর অঞ্চলের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও শরীয়তপুর সদর, চট্টগ্রাম অঞ্চলের বান্দরবান সদর, খাগড়াছড়ি সদর, কক্সবাজার সদর ও রাঙ্গামাটি সদর, বরিশাল অঞ্চলের পিরোজপুর সদর, পটুয়াখালী সদর, ঝালকাঠি সদর ও বরগুনা সদর, খুলনা অঞ্চলের মেহেরপুর সদর, বাগেরহাট সদর ও নড়াইল সদর, সিলেট অঞ্চলের হবিগঞ্জ সদর ও সুনামগঞ্জ সদর, রাজশাহী অঞ্চলের বগুড়া সদর, জয়পুরহাট সদর ও পাবনা সদর, ময়মনসিংহ অঞ্চলের নেত্রকোনা সদর, রংপুর অঞ্চলের কুড়িগ্রাম সদর, লালমনিরহাট সদর ও পঞ্চগড় সদর, গাইবান্ধা সদর, নীলফামারী সদর, দিনাজপুর সদর ও ঠাকুরগাঁও সদর, কুমিল্লা অঞ্চলের নোয়াখালী সদর এলাকায়। নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, বিজয়ের মাসে দেশের অর্ধেক এলাকায় বিতরণ শুরুর পর ভাষার মাস ফেব্রুয়ারিতে বাকি সব জেলায়ও বিতরণে যাওয়ার পরিকল্পনা রয়েছে। যাতে করে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে নাগরিকদের মাঝে স্মার্টকার্ড পৌঁছে দেয়া সম্ভব হয়। এনআইডি কমিউনিকেশন অফিসার হোসাইন আশিকুর রহমান জানান, রংপুর সিটি নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা সদর, নীলফামারী সদর, দিনাজপুর সদর ও ঠাকুরগাঁও সদরে বিতরণ না করার প্রাথমিক প্রস্তাব ছিল। তবে কোন জটিলতা হওয়ার শঙ্কা না থাকায় এ চারটি উপজেলা সদরেও বিতরণ শুরুর সিদ্ধান্ত হয়েছে। ইসি কর্মকর্তারা জানান আগামী জাতীয় নির্বাচনের আগেই দেশে সব নাগরিকের হাতেই স্মার্টকার্ড পৌঁছে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। এই পরিকল্পনা অংশ হিসেবেই বিভাগীয় শহরের পাশাপাশি জেলা সদরেও পৌঁছে দেয়া হচ্ছে। এরপর উপজেলায় স্মার্টকার্ড পৌঁছে দেয়া হবে। তবে উপজেলায় পর্যায়ে স্মার্টকার্ড প্রদানের আগে নির্ভুলভাবে কার্ড ছাপানোর উদ্যোগ নেয়া হয়েছে। এই কারণে যাদের জাতীয় পরিচয়পত্রে নাম ঠিকানা ভুল রয়েছে তাদের ইতোমধ্যে ভুল সংশোধন করে নেয়ার সুযোগ দেয়া হয়। এছাড়াও কমিশন এখন থেকে কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও আরও ১০টি আঞ্চলিক কার্যালয় থেকে জাতীয় পরিচয়পত্র পুনঃমুদ্রণের সিদ্ধান্ত নিয়েছে। তারা জানায়, কারও পরিচয়পত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে আঞ্চলিক কার্যালয় তা প্রিন্ট করে দিতে পারবে। এতে নাগরিকদের ভোগান্তি কমবে। তবে পরিচয়পত্রের কোন ভুল ত্রুটির সংশোধন আঞ্চলিক কার্যালয় করতে পারবে না। ইসির কর্মকর্তারা জানান, বর্তমানে দেশে ১০ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছে। আগামী বছর একাদশ সংসদ নির্বাচনের আগে মৃতদের বাদ ও নতুনরা যোগ হলে এ সংখ্যা দাঁড়াবে প্রায় ১০ কোটি ৪৬ লাখে। তবে নতুন ভোটা হিসেবে যারা নিবন্ধিত হয়েছে তারা এখনই স্মার্টকার্ড পাবে না। তাদের প্রাথমিকভাবে লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। এরপর পর্যায়ক্রমে সবার হাতেই স্মাটকার্ড তুলে দেয়া হবে।
×