ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইনকাম ট্যাক্স আইডি কার্ডের কপিরাইট নিবন্ধন

উৎসব আমেজে আয়কর দিবস পালন করল এনবিআর

প্রকাশিত: ০৫:৩৯, ১ ডিসেম্বর ২০১৭

উৎসব আমেজে আয়কর দিবস পালন করল এনবিআর

স্টাফ রিপোর্টার ॥ উৎসবের আমেজে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পালন করল দশম জাতীয় আয়কর দিবস। উৎসবের মাত্রা বাড়িয়ে দিতে আয়কর দিবসে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যালি। যেখানে সংস্থার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ছাড়াও চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীত শিল্পীসহ সংস্কৃতি অঙ্গনের তারকারা অংশ নেন। আর সকলের উপস্থিতিতে আয়কর দিবস হয়ে উঠে উৎসবমুখর। এছাড়াও এই দিন বাড়তি আনন্দ যোগ করে ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ এর কপিরাইট নিবন্ধন। সংস্কৃৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমানের হাতে এ স্বীকৃতির সনদপত্র তুলে দেন। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় সেগুনবাগিচায় এনবিআরের প্রধান কার্যালয় থেকে আয়কর দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সেগুনবাগিচা থেকে মৎস্য ভবন, প্রেসক্লাব হয়ে এনবিআর কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে এনবিআরের সামনে বিভিন্ন রঙের বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে আয়কর দিবসের র‌্যালির উদ্বোধন করেন এনবিআরের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। এ সময় সঙ্গে সংস্কৃতি সচিবসহ সঙ্গীত শিল্পী, নৃত্য শিল্পী, চলচ্চিত্র ও নাট্যজগতের তারকারা উপস্থিত ছিলেন। আয়কর দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ নজিবুর রহমান বলেন, আয়কর দিবস মূলত সেলিব্রেটিদের অনুষ্ঠান। এর মাধ্যমে আয়কর সচেতনতায় আমরা গৌন ভূমিকা পালন করতে চাই। এর একটি ম্যাজিক হচ্ছে সারা বছর আমরা সম্মানিত জনগণ ও করদাতাদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করি। আবার র‌্যালিতে এসে সেলিব্রেটিরা আমাদের উজ্জীবিত করেন। সেলিব্রেটিরা আমাদের উজ্জীবিত করলে সারা বছর দেশের আনাচে কানাচে তেঁতুলিয়া থেকে চর কুকরী পর্যন্ত ছুটে যাই। তিনি আরও বলেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি সারা পৃথিবীর কোথাও আয়কর পরিচয়পত্র প্রবর্তিত হয়নি। তখন আমাদের মাথায় এলো এ কার্ড বাংলাদেশের একটি মৌলিক উদ্ভাবন। এটাকে কপিরাইট করা প্রয়োজন। ডিজাইনসহ অন্যান্য বিষয় নিয়ে কপিরাইট অফিসে আমরা কাজ করেছি। অত্যন্ত দ্রুততার সঙ্গে এ কার্ডের ডিজাইন নিবন্ধন করার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় ও কপিরাইট অফিসকে ধন্যবাদ জানান চেয়ারম্যান। সংস্কৃতি সচিব ইব্রাহীম হোসেন খান বলেন, ইনকাম ট্যাক্সের যে ডিজাইন কপিরাইট করা হয়েছে তা ৯০ বছরের জন্য। অন্য কোন প্রতিষ্ঠান তা করেনি। রাজস্ব বোর্ডের অনুকরণে অন্যান্য সরকারী বেসরকারী প্রতিষ্ঠান তাদের মেধাস্বত্ব কপিরাইট করবে বলে আশা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামকে কর বাহাদুর সম্মাননা সনদ দেয়া হয়। হাসান ইমাম বলেন, আমি আনন্দিত। করদাতার সংখ্যা বাড়ছে। যারা কর দিচ্ছেন না তাদের কর দেয়ার আহ্বান জানাচ্ছি। অন্যদিকে অভিনেত্রী সারা জাকের বলেন, আমি কর বিষয়ে সচেতন আছি। আশা করছি ধীরে ধীরে সবাই সচেতন হবেন। ১০ বছর আগে কর ফাঁকির প্রবণতা বেশি ছিল। এখন এই প্রবণতা কমে এসেছে। এনবিআর কর আদায়ে আগের চেয়ে উন্নত ও আধুনিক হয়েছে। সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা বলেন, কর দিলে করদাতার সম্মান বৃদ্ধি পায়। আমিও যখন প্রথম কর দিয়েছিলাম তখন মনে হয়েছে, কেন কর দেব। কিন্তু পরে বুঝলাম একজন সুনাগরিক হিসেবে দেশের জন্য কর দেয়া উচিত। কর প্রদানে ভয়ভীতি দূর হয়েছে। অনুষ্ঠানে রিটার্ন দাখিলের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যাবে এমন আশা প্রকাশ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই শোভাযাত্রায় অংশ নেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সারা যাকের, চলচ্চিত্র অভিনেতা ওমর সানি, অভিনেত্রী চম্পা, মৌসুমী, অমিত হাসান, নাট্য অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, নাবিলা, বাধন, সঙ্গীত শিল্পী রফিকুল ইসলাম, ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন তারকা। আয়কর প্রদানের বিভিন্ন স্লোগান সংবলিত টি-শার্ট, ক্যাপ ও ছাতা নিয়ে র‌্যালিতে বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের শত শত মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া র‌্যালিতে ঘোড়ার গাড়ি, স্কাউট, আনসার-ভিডিপির একটি বাদক দল অংশ নেয়। আয়কর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০৮ সাল থেকে এ দিনটি উদযাপন করছে এনবিআর। আগে প্রতিবছর ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস উদযাপিত হলেও ২০১৬ সাল থেকে ৩০ নবেম্বর আয়কর দিবস পালন করছে সংস্থাটি। আয়কর সেবা দিতে এনবিআর ১ থেকে ৭ নবেম্বর রাজধানীসহ দেশের ৫৬টি জেলা শহর, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় ভ্রাম্যমাণ আয়কর মেলা আয়োজন করে। কর মেলার পরপরই ১২ নবেম্বর থেকে বিকেন্দ্রীকরণ আয়কর মেলা এবং গত ২৪ থেকে ৩০ নবেম্বর আয়কর সপ্তাহ পালন করছে এনবিআর।
×