ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনায় কর দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত: ০৪:২০, ১ ডিসেম্বর ২০১৭

খুলনায় কর দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ কর দিবস-২০১৭ উদযাপন উপলক্ষ্যে খুলনা কর অঞ্চলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। খুলনার বয়রাস্থ কর ভবন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথি বলেন, অভ্যন্তরীণ সম্পদ আহরণের জন্য অন্যতম উৎস হচ্ছে কর। কর আহরণের ফলে রাষ্ট্রীয় কোষাগার স্থিতিশীল থাকে। তিনি দেশের উন্নয়নে করদাতাদের স্বতঃষ্ফূর্তভাবে এবং স্বেচ্ছায় কর প্রদানের আহ্বান জানান। খুলনা কর অঞ্চলের কর কমিশনার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মংলা কাস্টম হাউসের কমিশনার মারগূব আহমদ, কর আপীল অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেটের কমিশনার আব্দুল মান্নান শিকদার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারকে এম অহিদুল আলম। আশুগঞ্জ বন্দর দিয়ে ২শ’ ২০ মেট্রিকটন ভোজ্যতেল গেল ভারতে স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ভারত-বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ বন্দর দিয়ে বৃহস্পতিবার সকালে ভারতের ত্রিপুরার আগরতলায় যায় ২শ’ ২০ মেট্রিকটন এডিবল অয়েল (ভোজ্যতেল)। প্রথমদিনে দুটি ট্রাকে করে ২৭.৬২ মেট্রিকটন পণ্য গেল ভারতে। পর্যায়ক্রমে বাকি তৈল যাবে। রবিবার ভারতীয় জাহাজ এমভি শান্তিপুর আশুগঞ্জ নৌবন্দরে নোঙ্গর করে। ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে জাহাজটির সিলগালা খোলা হয়। বুধবার বিকেলে বাংলাদেশের দুটি ট্রাকে ২৭.৬২ মেট্রিকটন তেলের কন্টেনার লোড করা হয়। বৃহস্পতিবার ট্রাক দুটি আখাউড়া স্থলবন্দরের উদ্দেশে যাত্রা করে।
×