ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এলএনজি টার্মিনাল নির্মাণে ৫৫ কোটি টাকার কর সুবিধা

প্রকাশিত: ০৪:১৯, ১ ডিসেম্বর ২০১৭

এলএনজি টার্মিনাল নির্মাণে ৫৫ কোটি টাকার কর সুবিধা

এমএমসিএফডি ক্ষমতাসম্পন্ন এলএনজি টার্মিনাল স্থাপনে স্ট্যাম্প ফি বাবদ মোট ৫৫ কোটি ৭১ লাখ টাকা কর সুবিধা দেয়া হয়েছে। কক্সবাজারের মহেশখালীতে দৈনিক ৫০০ এমএমসিএফডি ক্ষমতাসম্পন্ন এলএনজি টার্মিনাল স্থাপনে দেয়া হয়েছে এ সুবিধা। সম্প্রতি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নজিবুর রহমানের সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা যায়। আদেশপত্রে বলা হয়েছে, স্ট্যাম্প আইন ১৮৯৯ এর ৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ও কক্সবাজারের মহেশখালীতে দৈনিক ৫০০ এমএমসিএফডি ক্ষমতাসম্পন্ন এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য এক্সলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড (ইইবিএল), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পেট্রোবাংলার মধ্যে সম্পাদিত চুক্তিসমূহের আলোকে এটি সম্পন্ন হচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার বৃহস্পতিবার কানেকটিং এড্জ ও নভোএয়ারের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান ও কানেকটিং এডজের পরিচালক আজাদ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন
×