ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেকিট বেনকিসারের ২৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:১৬, ১ ডিসেম্বর ২০১৭

রেকিট বেনকিসারের ২৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের রেকিট বেনকিজারের পরিচালনা পর্ষদ ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২৭৫ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ৩০ জুন ২০১৭ (জানুয়ারি-জুন) সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ পরিমাণ লভ্যাংশ ঘোষণা করেছে। জানা গেছে, চলতি বছরের ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৫.৬৫ টাকা। ৩০ জুন ২০১৭ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৮ টাকা। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার ৭০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ইসলামী ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৭০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। প্রস্তাবিত বন্ডটির নাম হবে দ্বিতীয় মুদারাবা রেডিমেবল নন-কনভার্টেবল সাবওর্ডিনেটেড বন্ড। যার মেয়াদ হবে ৭ বছর। মূলধনভিত্তি শক্তিশালী করতে বাজারে বন্ড ইস্যু করছে ব্যাংকটি। তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পরেই এই বন্ড ইস্যু করতে পারবে কোম্পানিটি। -অর্থনৈতিক রিপোর্টার
×