ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৯, ১ ডিসেম্বর ২০১৭

টুকরো খবর

ধর্ষণ ॥ শ্রমিক লীগ নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৩০ নবেম্বর ॥ রাজাপুরের মেডিক্যাল মোড় এলাকায় স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ওরফে টাইগার মনির ও বালু ব্যবসায়ী সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ধর্ষণের ঘটনা ঘটে। রাতেই ওই গৃববধূ থানায় এসে অভিযোগ দিলে পুলিশ রাত ২টার দিকে বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূ বাদী হয়ে গণধর্ষণকারী তিন জন ও দুই সহযোগীর নামে মামলা দায়ের করলে আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে পুলিশ আদালতে প্রেরণ করে। টাইগার মনির উপজেলা সদরের বাইপাস এলাকার হাকিম হোসেনের ছেলে এবং সিদ্দিক পাশের উপজেলা ভান্ডারিয়ার বাসিন্দা। বিআরটিসি বাসে ফেনসিডিল স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ সরকারীভাবে পরিচালিত ঢাকাগামী বিআরটিসি যাত্রীবাহী পরিবহন থেকেই এবার ১২০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় মাদক বহনে সম্পৃক্ত থাকার অভিযোগে চালকের সহকারী হৃদয়কে আটক করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে মাদকদ্রব্যসহ আটক করে। আটক হৃদয় কুমিল্লার চৌদ্দগ্রামের নূর হোসেনের ছেলে। দেড়শ’ মণ জাটকা আটক নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩০ নবেম্বর ॥ রাঙ্গাবালী-কালাইয়া ও ঢাকাগামী জামাল-৩ নামের একটি দোতলা লঞ্চ থেকে ১৫০ মণ জাটকা ইলিশ আটক করা হয়েছে। যার মূল্য প্রায় ১০ লাখ টাকা। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ি, কালিশুরী পুলিশ ফাঁড়ি ও ধুলিয়া ইউপির চেয়ারম্যানের সহায়তায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া লঞ্চঘাট এলাকায় ওই লঞ্চটির গতিরোধ মাছগুলো আটক করা হয়। ইউএনও জানান, খবর পেয়ে তারা অন্য একটি ইঞ্জিন চালিত ট্রলারযোগে ওই দোতালা লঞ্চটির পিছু নেন এবং লঞ্চটি থামানোর জন্য চালকে সিগনাল প্রদান করেন। কিন্তু চালক তা অমান্য করে লঞ্চটি দ্রুতগতিতে চালাতে থাকেন। একপর্যায় ধুলিয়া লঞ্চ ঘাট এলাকা থেকে লঞ্চটি আটক করতে সক্ষম হন। বাল্যবিবাহ হতে রক্ষা পেল স্কুলছাত্রী স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বাল্যবিবাহের হাত হতে রক্ষা পেল স্কুলছাত্রী উষা রানী রায় (১৪)। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের বাড়াইপাড়া মহল্লায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী পুলিশসহ ছাত্রীটির বাড়িতে গিয়ে এই বাল্যবিবাহ বন্ধ করে দেয়। উষা রানী ওই মহল্লার ভোলানাথ রায়ের মেয়ে ও শহরের ছমির উদ্দিন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবাল, ছমির উদ্দিন স্কুলের সহকারী শিক্ষক ভুবন তরফদারসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ। অভিযোগে জানা যায়, মেয়েটি তার বাল্যবিবাহে রাজি ছিল না। কিন্তু তার বিমাতা জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে দিনমজুর সুধেন চন্দ্র রায়ের (২৫) সঙ্গে বিয়ের আয়োজন করে। এ দিন সন্ধ্যায় বরযাত্রী আসার কথা ছিল। তার আগে ছাত্রীটি তার বাল্যবিবাহ বন্ধ করতে বান্ধবীদের মাধ্যমে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানাকে অবগত করে। দক্ষিণ সুরমায় দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ দক্ষিণ সুরমা উপজেলার নাজির বাজারে অগ্নিকা-ে দুটি দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে বাজারের ভেতরে থাকা দোকান দুটি অগ্নিকা-ে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আমতলীতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩০ নবেম্বর ॥ উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে সাবেক ইউপি সদস্য মোঃ কাছেম হাওলাদারের বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। এ সময় ডাকাতের অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ ৬ জন গুরুত্বর আহত হয়েছে। জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর গ্রামের কাছেম হাওলাদারের বাড়িতে বুধবার গভীর রাতে ১৪/১৫ জনের একটি ডাকাত দল আগ্নেঅস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আসে। পরে ঘরের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরের সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় বাড়িতে থাকা লোকজন ডাক চিৎকার করলে ডাকাতরা গৃহকর্তা কাছেম হাওলাদার (৬৫), তার স্ত্রী তাসলিমা বেগম (৩০), শাশুড়ি আলেয়া বেগম (৭০), কন্যা উর্মি আক্তার (১৭), ভাই হাসেম হাওলাদার (৫৮) ও তার ভাইয়ের স্ত্রী পারভীন বেগমকে (৪০) কুপিয়ে মারাত্মক জখম হয়। পরে ডাকাতরা ঘরের আসবাবপত্র ভাংচুর করে ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
×