ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় বাম মোর্চার হরতালে লাঠিচার্জ ॥ আহত ১২

প্রকাশিত: ০৪:০৮, ১ ডিসেম্বর ২০১৭

গাইবান্ধায় বাম মোর্চার হরতালে লাঠিচার্জ ॥ আহত ১২

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩০ নবেম্বর ॥ বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার ও চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা আহূত বৃহস্পতিবারের অর্ধদিবস হরতাল পালিত হয়। সড়কে যানবাহন চলাচল করলেও তার সংখ্যা ছিল খুবই কম। অধিকাংশ দোকানপাট ১১টা পর্যন্ত বন্ধ ছিল। তবে বিভিন্ন রুটের বাস দুপুর ১২টার পর থেকে চলাচল শুরু করে। হরতাল সমর্থক নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল শেষে সমাবেশে লাঠিচার্জ করে পুলিশ। বেলা ১১টায় শহরের ১নং রেলগেটে সমাবেশ করার জন্য জমায়েত হয় সিপিবি-বাসদ ও বাম মোর্চার নেতাকর্মীরা। হারতালকারীদের দাবি এ সময় পুলিশ হঠাৎ করেই লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে তাদের ১২ নেতাকর্মী আহত হয়। সমাবেশস্থল থেকেই সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি মিহির ঘোষসহ বাসদ মার্কসবাদী, ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের শামীম আরা মিনা, মাসুদা আকতার, মাহবুব আলম মিলন, পংকজ, লিটন, মিঠুন, তাহমিদকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। চট্টগ্রামে আহত ২ স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বামপন্থী দলগুলোর ডাকা বৃহস্পতিবারের অর্ধদিবস হরতালে চট্টগ্রামে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশের হামলায় আহত হয়েছেন ছাত্র ইউনিয়নের দুই নেতা। হরতালকারীরা সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়মুখী একটি শাটল ট্রেন এবং একটি শিক্ষক বাস আটকে দেয়। এ ছাড়া জেলার কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতালের সমর্থনে ভোরে নগরীর নিউমার্কেট, জিপিও, কোতোয়ালি মোড়, রেল স্টেশন, আমতল, টাইগারপাস মোড়সহ বিভিন্ন স্পটে অবস্থান নেয় সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার নেতাকর্মীরা। তারা মিছিল বের করলে নিউমার্কেট এবং পুরাতন রেল স্টেশন এলাকায় পুলিশ বাধা দেয়। এ সময় লাঠিচার্জে আহত হন জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার রাফি এবং ডবলমুরিং থানার নেতা খালিদ মিরাজ। কিশোরগঞ্জে আহত ৭ নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা বৃহস্পতিবারের অর্ধদিবস হরতালের সমর্থনে কিশোরগঞ্জে বের করা সিপিবি-বাসদের মিছিল লাঠিপেটা করে পণ্ড করে দিয়েছে পুলিশ। এতে জেলা সিপিবির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনামুল হকসহ সংগঠন দুটির সাত নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের পুরানথানা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন, বাসদ জেলা কমিটির সদস্য জুনায়েদুল ইসলাম, সিপিবি জেলা কমিটি সদস্য রিতা রানী বর্মন ও দেবব্রত দাস দেবু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা জাকির হোসেন, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহতাব উদ্দিন ও শ্রমিক নেতা রজব আলী। আহতদের মধ্যে এ্যাডভোকেট এনামুল হক, জুনায়েদুল ইসলাম, রিতা রানী বর্মন ও জাকির হোসেনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×