ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার ॥ প্রেমিক নিখোঁজ

প্রকাশিত: ০৪:০৭, ১ ডিসেম্বর ২০১৭

কুষ্টিয়ায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার ॥ প্রেমিক নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩০ নবেম্বর ॥ মেধাবী স্কুল ছাত্রীকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে তার কথিত প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভেড়ামারা উপজেলার গোলাপনগর বাঙ্গালপাড়া এলাকায়। হত্যার শিকার ওই ছাত্রীর নাম উর্মি খাতুন (১৩)। সে দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। লেখাপাড়ার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের কোরআন বিভাগের ছাত্রী ছিল উর্মি। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতল মর্গে পাঠায় পুলিশ। ঘটনার পর থেকে প্রতারক প্রেমিক ওই এলাকার আব্দুল মালেকের বখাটে পুত্র হিটু (১৫) পলাতক রয়েছে। পুলিশ তাকে খুঁজছে। স্থানীয়রা জানায়, গোলাপনগর বাঙ্গালপাড়া এলাকার আব্দুল আলিমের কন্যা উর্মি খাতুন ছিল মেধাবী একজন শিক্ষার্থী। মঙ্গলবার সকাল ৯টায় সে দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন বুধবার বিকেলে এলাকার লিচু বাগানের ছোট একটি লিচু গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। মোকারিমপুর ইউনিয়ন পরিষদের মেম্বর আব্দুল খালেক ও উর্মির পারিবারিক সূত্র জানায়, একই এলাকার আব্দুল মালেকের বখাটে পুত্র হিটু সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল উর্মির। মঙ্গলবার তারা দু’জনই পরীক্ষা দেয়ার জন্য স্কুলে যায়। কিন্তু পরীক্ষা না দিয়ে তারা নিখোঁজ হয় ভাতিজার হাত ধরে চাচি নিরুদ্দেশ সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি ৩০ নবেম্বর ॥ পানছড়িতে ভাতিজার হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে চাচি। দু’সন্তানের জননী চাচির বয়স ৩৩ বছর হলেও ভাতিজার বয়স ২২। উপজেলার পানছড়ি ইউপির আইয়ুবনগর গ্রামে এ ঘটনা জানা যায়, আইয়ুবনগর গ্রামের আবদুল বারেকের ছেলে শাহাদাৎ হোসেন প্রায় এক যুগ ধরে চট্টগ্রাম আবুল খায়ের কোম্পানিতে চাকরিরত। চাকরির সুবাদে স্বামী শাহাদাৎ চট্টগ্রামে থাকায় আমেনার গোপন সংখ্যতা গড়ে উঠে স্বামী শাহাদাতের আপন বড় ভাই দেলোয়ারের ছেলে ব্যাটারিচালিত টমটম চালক ইলিয়াছের সঙ্গে। জানা যায়, তাদের এই সম্পর্ক দীর্ঘদিনের। অবশেষে বুধবার সকাল সাড়ে দশটার দিকে তাদের গোপন সম্পর্ককে বাস্তবে রূপ দিতে হাতে হাত ধরে বাচ্চা দুটি নিয়ে নিরুদ্দেশ হয় অজানা ঠিকানায়। ইয়াবা বিক্রেতাকে বরণ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ আদালতে চালান বা কারাগারে না পাঠানোর জন্য টেকনাফ পুলিশের সঙ্গে রফা করে শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিয়ে ফিরে এসেছে তালিকাভুক্ত টেকনাফ সীমান্তের শীর্ষ মানবপাচারকারী বিএনপি নেতা কবির আহমদ। তিনি টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলার পাড়ার জহির উদ্দিনের পুত্র। কবির আহমদ প্রকাশ লম্বা কবিরকে বরণ করে নেয়ার ঘটনায় তোলপাড় চলছে। বুধবার শাহপরীর দ্বীপ থেকে আটক হবার কয়েক ঘণ্টা পরই সীমান্তের একজন শীর্ষ মানবপাচারকারী এবং ইয়াবা ডন কী ভাবে ছাড়া পেল, এ নিয়ে ব্যাপক কানাঘুষা চলছে। অনেকে এটি মোটা অঙ্কের টাকা জায়েজ করতে পুলিশের চাতুরি বলে ধারণা করছেন।
×