ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটিয়ায় চালককে জবাই, বাবাকে পিটিয়ে খুন

প্রকাশিত: ০৪:০৩, ১ ডিসেম্বর ২০১৭

পটিয়ায় চালককে জবাই, বাবাকে পিটিয়ে খুন

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৩০ নবেম্বর ॥ ছিনতাইকারীরা এক গাড়িচালককে জবাই করে হত্যা করেছে। গাড়িচালকের নাম মোঃ হাকিম (৫৫)। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন নেয়ামতপুর গ্রামের মৃত সামির উদ্দীনের পুত্র। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটেছে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া সদরের পোস্ট অফিস মোড়ের ট্রাফিক পুলিশের ব্যারাকের সামনে। থানা পুলিশ সকাল ৮টার দিকে গাড়িচালক হাকিমের লাশ ও টিআরএক্স মডেলের বিমান-শো একটি গাড়ি ও রক্তমাখা ৩টি চাকু উদ্ধার করেছে। এদিকে, পটিয়া থানা পুলিশ উপজেলার কচুয়াই ইউনিয়নের সীতাবিধু স্কুল এলাকা থেকে মোশারফ হোসেন (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তিনি পটুয়াখালীর মৃত আবদুল গণির পুত্র। পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগে পুত্র মাঈনুদ্দিনকে (২৮) পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে তিন যুবক কক্সবাজার যাওয়ার জন্য গাড়িটি ভাড়া করে। চালক হাকিম সন্ধ্যায় চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। ওই গাড়িতে আধুনিক প্রযুক্তি জিপিআরএসের মাধ্যমে মালিক বশির আহমদ নিজেই গতিবিধি নিয়ন্ত্রণ করতেন। বশির আহমদের বাড়ি পটিয়া উপজেলার আশিয়া গ্রামে। তিনি জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামে ফেরার পথে রাত আড়াইটার দিকে যাত্রীদের গতিবিধি সন্দেহ হলে সফটওয়্যারের মাধ্যমে গাড়িটি তিনি ‘ল্ক’ করে দেন। গাড়ি ছিনতাই করতে না পেরে ছিনতাইকারীরা চালক হাকিমকে ধারালো চাকু দিয়ে জবাই করে হত্যা করেছে। অপরদিকে, পারিবারিক অশান্তির জের ধরে উপজেলার কচুয়াই ইউনিয়নের সীতাবিধু এলাকায় বাবাাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে মাঈনুদ্দিন। এ ঘটনায় পুলিশ মাঈনুদ্দিনকে গ্রেফতার করেছে। প্রায় ২০ বছর ধরে পটুয়াখালীর মোশারফ হোসেন পটিয়ার কচুয়াই ইউনিয়নে বসবাস করে আসছিল। তাদের পরিবারে বেশ কিছুদিন ধরে অশান্তি চলে আসছিল। এ অশান্তির জের হিসেবে তাকে হত্যা করেছে ছেলে। কুষ্টিয়ায় শ্রমিক নিজস্ব সংবাদদাতা থেকে জানান, কুষ্টিয়ায় সহকর্মীর ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম রকি ম-ল (২৪)। বুধবার রাতে শহরতলীর ত্রিমোহনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রকি ওই এলাকার এইচএনএস প্রেসার কুকার কোম্পানির শ্রমিক। সে মিরপুর উপজেলার তালবাড়ীয়া গ্রামের আনিস ম-লের ছেলে। স্থানীয়রা জানায়, সহকর্মী একই এলাকার আশিক, নয়ন ও চন্দনের সঙ্গে রকির বিরোধ চলে আসছিল। এর জের ধরে কাজ শেষে রাত সাড়ে ১০টার দিকে রকি ও চন্দন সাইকেলে করে বাড়ি ফেরার পথে সাইকেল থামিয়ে রকির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় চন্দন। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা রকিকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সৈয়দপুরে প্রতিবন্ধী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, নিখোঁজের তিন দিন পর সজীব নামের এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সৈয়দপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ নিয়ামতপুর এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সজীব একই এলাকার মনসুর আলীর ছেলে। সে নিয়ামতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।সূত্র মতে গত ২৬ নবেম্বর সন্ধ্যায় স্থানীয় রূপসী বাংলা রেস্তরাঁ সংলগ্ন এক ওয়াজ মাহফিলে কাছে গিয়ে সজীব নিখোঁজ হয়। বগুড়ায় এক ব্যক্তি স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, বগুড়া শহরতলির মালগ্রাম এলাকায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম রঞ্জু (৩৬)। সে এলাকার আব্দুস সামাদের ছেলে। বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন একটি জমির মধ্যে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যায় সে বাড়ি থেকে বের হয়। বৃহস্পতিবার সকালে তার লাশ পাওয়া যায়। পুলিশ সূত্র জানায়, নিহত রঞ্জু ১৯৯৬ সালে ওই এলাকার ঠা-ু হত্যা মামলার অভিযুক্ত। কুমিল্লায় নারীর কঙ্কাল উদ্ধার নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, এক নারীর গলিত মরদেহ ও হাড়-কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার পেরুল গ্রামের একটি ফসলি জমির কচুরিপানার নিচ থেকে পুলিশ ওই নারীর হাড়-কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। জানা যায়, পেরুল গ্রামের একটি ফসলের জমির কচুরিপানায় অজ্ঞাতনামা মহিলার হাড়-কঙ্কাল বের হওয়া গলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
×