ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে শিশুকে ধর্ষণের চেষ্টা ॥ চালককে উত্তম মাধ্যম

প্রকাশিত: ০৪:০১, ১ ডিসেম্বর ২০১৭

গাজীপুরে শিশুকে ধর্ষণের চেষ্টা ॥ চালককে উত্তম মাধ্যম

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বুধবার রাতে চলন্ত গাড়িতে ভিক্ষুক এক শিশুকে ধর্ষণের চেষ্টাকালে ব্যাটারিচালিত ইজিবাইক চালককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। আটককৃতের নাম রুবেল। সে গাজীপুর সিটি কর্পোরেশনের আমবাগ মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকে। পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থেকে এক শিশুসহ ৩ যাত্রীকে নিয়ে ব্যাটারি চালিত একটি ইজিবাইক বাঘিয়া এলাকায় যাচ্ছিল। শিশুটি আমবাগ এলাকার বাসায় ফিরছিল। পথে নছর মার্কেট এলাকায় দু’যাত্রী নেমে যায়। পরে শিশুটিকে নিয়ে চালক বিভিন্ন নির্জন পথ দিয়ে ঘুরে আমবাগ মধ্যপাড়া জালালের মার্কেট এলাকায় যায়। সেখানে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে শিশুটি কান্নাকাটি শুরু করে। কান্নার শব্দ পেয়ে পথচারীরা এগিয়ে গিয়ে চালক রুবেলকে হাতেনাতে ধরে ফেলে এবং তাকে উত্তম মধ্যম দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইজিবাইক চালক রুবেলকে আটক করে। মুঠোফোনে হাতিয়ে নিল এক লাখ ৩৬ হাজার টাকা নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৩০ নবেম্বর ॥ মুঠোফোনে লটারি জেতার কথা বলে প্রতারণার মাধ্যমে এক গৃহবধূর কাছ থেকে ১ লাখ ৩৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। প্রতারণার শিকার জিয়াসমিন আক্তারের বাড়ি রুহিতপুর ইউনিয়নের উত্তর রামেরকান্দা গ্রামে। তার স্বামী আঃ আজিজ দুবাই প্রবাসী। জিয়াসমিন আক্তার জানান, গত ২৩ নবেম্বর সকালে তার রবি সিমে একটি নাম্বার থেকে ফোন আসে। এ সময় তাকে বলা হয়, আপনি ১৪ লাখ ৭৫ হাজার টাকার লটারি জিতেছেন। প্রতারকদের সুন্দর ও গোছাল কথাবার্তায় তিনি তাদের কথা বিশ্বাস করেন। এরপর লটারির পুরো টাকা পেতে তাকে শতকরা ১৫ টাকা ভ্যাট পরিশোধের কথা বলে ওইদিনই কয়েক দফায় বিকাশের মাধ্যমে ১ লাখ ৩৬ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে প্রতারকরা আর যোগাযোগ না করায় তার সন্দেহ হয়। যে নাম্বারগুলো দিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল সেগুলো বন্ধ পান।
×