ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলেরহাট থেকে কুমিরা সড়কের কাজ শেষের দিকে

প্রকাশিত: ০৪:০০, ১ ডিসেম্বর ২০১৭

পুলেরহাট থেকে কুমিরা সড়কের কাজ শেষের দিকে

সাজেদ রহমান, যশোর অফিস ॥ যশোর-সাতক্ষীরা মহাসড়কের পুলেরহাট থেকে রাজগঞ্জ, ত্রিমোহিনী, সাগরদাঁড়ী হয়ে কুমিরা পর্যন্ত প্রায় ৪৮ কিলোমিটার ২ লেনের সড়ক নির্মাণকাজ শেষের দিকে। নির্মাণকাজ সম্পন্ন হলে যশোর, মনিরামপুর, কেশবপুর, তালা ও কলারোয়ার প্রায় ১০ লাখ মানুষ এর সুফলভোগ করতে পারবে। যশোর থেকে প্রায় ৮ কিলোমিটার কম পথ পাড়ি দিয়ে কুমিরা হয়ে দ্রুত সময়ে লোকজন সাতক্ষীরা পৌঁছে যাবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এলজিইডি যশোর সড়কটি নির্মাণ করছে। সরেজমিন দেখা গেছে, সড়কটি নির্মাণে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে, যেমন বাজার এলাকাগুলোতে বর্ষার সময় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে অধিকাংশ সময়ে ওই এলাকার কার্পেটিং অংশগুলো দ্রুত নষ্ট হয়ে পড়ে। যে কারণে সব বাজার এলাকায় আরসিসি (কংক্রিটের ঢালাই) এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হয়েছে। রাস্তাটি ২৪ -৩০ ফুট পর্যন্ত চওড়া করা হয়েছে। যাতে গাড়ির কোন জট সৃষ্টি না হয়। খাল/নদীতে বা বিল/মাঠের পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ব্রিজ কালভার্ট নির্মাণ করা হয়েছে। জলাবদ্ধ এলাকা বা নদীর পাড়ে সড়কের ভাঙ্গন রোধে রাস্তার স্লোপে বসানো হয়েছে সিমেন্ট ব্লক যা আরও সৌন্দর্য বর্ধন করেছে। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে রাস্তার দুপাশের্^ ১০ হাজার তাল গাছের চারা রোপণ করেছে কর্তৃপক্ষ। উদ্দেশ্য গাছগুলো বড় হলে বজ্রপাতের হাত থেকে মানুষকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ৪৮ কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় ৩৯ কিলোমিটার রাস্তার কার্পেটিং শেষ হয়েছে, বাকি ৯ কিলোমিটারের মধ্যে খোয়ার বেস কোর্সের কাজ প্রায় ৬ কিলোমিটার সম্পন্ন করা হয়েছে। বাকি ৩ কিলোমিটার বেস কোর্সের কাজ চলছে। ওয়ার্ল্ড ভার্সিটি ছাত্রদের ড্রাগস ইন্ডাস্ট্রি পরিদর্শন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মেসি বিভাগের এ্যাডভাইজার অধ্যাপক ড. সাইফুল ইসলাম ও বিভাগীয় প্রধান জুবাইর খালিদ লাবুর নেতৃত্বে ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা সম্প্রতি গাজীপুরে অবস্থিত টেকনো ড্রাগস লিমিটেড ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন। শিক্ষার্থীদের ওষুধের উৎপাদন ও ওষুধের প্রযুক্তি সম্পর্কে জ্ঞান বিকাশের জন্য ওই ইন্ডাস্ট্রিজ বিভাগের কার্যক্রম ও ব্যবহৃত যন্ত্রপাতি এবং তাদের কলাকৌশল সম্পর্কে অবহিত করা হয়। -বিজ্ঞপ্তি
×