ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাওড়ে ফসল রক্ষা বাঁধ মেরামত দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫৯, ১ ডিসেম্বর ২০১৭

হাওড়ে ফসল রক্ষা বাঁধ মেরামত দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩০ নবেম্বর ॥ আগামী বোরো মৌসুমের শুরুতেই হাওড়দ্বীপ খালিয়াজুরি উপজেলার সব ফসল রক্ষা বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে খালিয়াজুরি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। ‘হাওড় রক্ষায় তারুণ্যের আর্তনাদ’ নামক একটি স্থানীয় সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি স্বাগত সরকার শুভ, সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম, খালিয়াজুরি উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, জাকির হোসেন মানিক ও নাসির উদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, হাওড়ের ফসল রক্ষা বাঁধ মেরামতে প্রতিবছর কালক্ষেপণ করা হয়। এ কারণে ধান পাকার আগেই অকাল বন্যায় হাওড়ের ফসল ডুবে যায়। তাই শুষ্ক মৌসুমের শুরুতেই ফসল রক্ষা বাঁধ মেরামতের কাজ শুরু করার দাবি জানান তারা। আমতলীতেইউপি চেয়ারম্যানকে হাজতে প্রেরণ নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩০ নবেম্বর ॥ উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নূরুল হক তালুকদার বৃহস্পতিবার নির্বাচনী সংঘর্ষের একটি মামলায় হাজিরা দিতে গেলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবির। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবিরের সমর্থকদের সঙ্গে চেয়ারম্যান একেএম নূরুল হক তালুকদার ও তার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে হুমায়ূন কবিরের ৫ সমর্থক গুরুতর আহত হয়। এ ঘটনায় মধ্যআড়পাঙ্গাশিয়া গ্রামের সুলতান আহম্মেদ বাদী হয়ে ২০১৬ সালের ২১ মার্চ বর্তমান চেয়ারম্যান এ একেএম নূরুল হক তালুকদার প্রধান আসামি করে ৪২ জনের নামে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম চেয়ারম্যান একেএম নূরুল হক তালুকদারসহ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। একেএম নূরুল হক তালুকদার এ মামলায় দীর্ঘদিন ধরে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। বৃহস্পতিবার চেয়ারম্যান আদালতে হাজিরা দিতে গেলে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবির তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
×