ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উঃ কোরিয়ার নেতৃত্বকে ধ্বংস করার হুমকি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ০৩:৫৮, ১ ডিসেম্বর ২০১৭

উঃ কোরিয়ার নেতৃত্বকে ধ্বংস করার হুমকি যুক্তরাষ্ট্রের

উত্তর কোরিয়া বুধবার একটি আইসিবিএমের সফল পরীক্ষা চালিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের পুরো মূল ভূখ- এখন তদের পরমাণু ক্ষমতার নাগালের মধ্যে চলেছে বলে পিয়ংইয়ং দাবি করেছে। এর আগে জুলাইতে দেশটি আইসিবিএম পরীক্ষা করেছিল। এ ঘটনার পর ডাকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি উত্তর কোরিয়ার নেতৃত্বকে ধ্বংস করার হুঁশিয়ারি দেন। তিনি বলেন আমরা কখনোই উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ চাইনি, আজও চাচ্ছি না। যদি যুদ্ধ বাধেই তাহলে তা হবে তাদের ধারাবাহিক আগ্রাসনের কারণে। যুদ্ধ বাধলে উত্তর কোরিয়ার শাসনব্যবস্থা ধ্বংস করে দেয়া হবে, কোন ভুল করা হবে না। -এএফপি রিয়ান্নার গোপন পরামর্শ খ্যাতিমান ক্যারিবীয় শিল্পী, গীতিকার ও অভিনেত্রী রবিন রিয়ান্না ফেন্টি (রিয়ান্না নামে পরিচিত) পরামর্শ দিয়েছেন কোন নারী পুরুষের বিশ্বাসভঙ্গ বা খারাপ আচরণের শিকার হলে তার উচিত শপিং করতে বেরিয়ে যাওয়া। নতুন সাজে সজ্জিত হয়ে একজন ফ্যাশন সচেতন নারী তার ওপর দুর্ব্যবহারের জবাব দিতে পারেন। প্রয়াত প্রিন্সেস ডায়ানার থেকে তিনি এই অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন। -ডব্লিউ ম্যাগাজিন বিল গেটসকে চীনের সম্মাননা টেক বিলিওনিয়ার ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে সর্বোচ্চ একাডেমিক সম্মাননা দিয়েছে চীন। সোমবার গেটসকে চায়না একাডেমি অব ইঞ্জিনিয়ারিং বা সিএই শীর্ষক বিজ্ঞান বিষয়ক সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়। হাতে গোনা যে কয়জন বিদেশী চীনের এ সম্মান পেলেন গেটস তাদের মধ্যে একজন। গেটসের বর্তমান কোম্পানি টেরা পাওয়ার এখন চীনে পরমাণু প্রযুক্তি উন্নয়নে যৌথভাবে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। -সাউথ চায়না মনিং পোস্ট
×