ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারেন বরুন গান্ধী!

প্রকাশিত: ০৩:৫৮, ১ ডিসেম্বর ২০১৭

বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারেন বরুন গান্ধী!

ভারতের সিনিয়র মুসলিম নেতা হাজী জামিল উদ্দিন জানিয়েছেন, বরুনকে হয়ত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে বহিষ্কার করা হতে পারে। যদি তাই হয় তাহলে বিজেপি এমপি ও প্রয়াত সঞ্জয় গান্ধীর ছেলে বরুন গান্ধী সম্ভবত কংগ্রেসে যোগ দেবেন। আউটলুক ইন্ডিয়া। কংগ্রেস নেতাদের উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে প্রতিবেদনে জানিয়েছে, বরুন লোকসভায় সুলতানপুরের প্রতিনিধিত্ব করছেন। বিজেপির পক্ষ থেকে তাকে কোনরকম দোষারোপ করা হচ্ছে না। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী পদের জন্য প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনা সত্ত্বেও তাকে পুরোপুরি উপেক্ষা করছে বিজেপি। আগ্রা সিটি কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট ও ইউপিসিসি সদস্য রাম ট্যান্ডর ইন্ডিয়া টুডেকে বলেন যে, জেঠাতো ভাই রাহুল গান্ধী দলের সভাপতি হয়ে উঠলে তিনি সম্ভবত ভূপাল কংগ্রেসে যোগ দিতে পারেন। সিনিয়র মুসলিম নেতা হাজী জামিল উদ্দিন বলেন, বিহারে বরুনকে বরখাস্ত করা হচ্ছে এবং নরেন্দ্র মোদির বাইরে অন্য কোন নেতাকে গণমুখী মনের কথা বলার অনুমতি দেয়া হচ্ছে না। হোয়াইট হাউসের বড়দিনের অনুষ্ঠান বর্জন করবে সিএনএন সিএনএন হোয়াইট হাউসের ক্রিসমাস পার্টি বর্জন করবে। নেটওয়ার্কটি বলেছে, ট্রাম্পের অসন্তুষ্টির কারণে আমন্ত্রিত অতিথি হিসেবে তার সঙ্গে এ অনুষ্ঠানে যোগ দেয়া এ মিডিয়ার ঠিক হবে না। পলিটিকো সিএনএন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ক্রমবর্ধমান দ্বন্দ্ব উস্কে দিয়ে পলিটিকোকে বলেছেন, এ মিডিয়া এ বছর হোয়াইট হাউসের বড়দিনের পার্টি বর্জন করবে। সিএনএনয়ের এক মুখপাত্র বলেছেন, সংবাদপত্র ও সিএনএনয়ের স্বাধীনতার ওপর প্রেসিডেন্টের অব্যাহত সমালোচনার কারণে আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে তার সঙ্গে এ পার্টিতে যোগ দেয়া ঠিক হবে না বলে আমরা মনে করি। আমরা এ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের জন্য হোয়াইট হাউসে একটি রিপোর্টিং টিম পাঠাব। শুক্রবার অপরাহ্ন ২টায় অনুষ্ঠিতব্য এ বার্ষিক অনুষ্ঠানকে রিপোর্টার ও প্রধান সাংবাদিকদের মিলনস্থান বলে মনে করা হয়। তারা এখানে প্রশাসনের কর্মকর্তাদের অবাধে মেশার সুযোগ পান। কিন্তু মিডিয়ার প্রতি ট্রাম্পের মনোভাব বিশেষভাবে আক্রমণাত্মক। ট্রাম্প তার নির্বাচনী প্রচার অভিযানের প্রিয় লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। তিনি প্রায় সময় এ নেটওয়ার্ককে ভুয়া সংবাদ বলে সমালোচনা করেছেন এবং অভিযোগ তুলেছেন যে এ নেটওয়ার্ক গল্প তৈরি করে। হোয়াইট হাউসের তথ্যসচিব সারাহ হাকাবি ম্যান্ডার্স সিএনএনের এ সংবাদের প্রতি সাড়া দিয়ে মঙ্গলবার রাতে এক টুইটে বলেছেন, বড়দিন খুব শীঘ্র চলে আসছে, শেষ পর্যন্ত সিএনএনের পক্ষ থেকে চমৎকার সংবাদ এসেছে।
×