ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিবৃতিতে জানালেন প্রসিকিউটররা

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে বিষপানে আত্মহত্যার তদন্ত শুরু

প্রকাশিত: ০৩:৫৭, ১ ডিসেম্বর ২০১৭

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে বিষপানে আত্মহত্যার তদন্ত শুরু

বসনিয়ার ক্রোয়াট যুদ্ধাপরাধী স্লোবোদান প্রালিয়াক জাতিসংঘের যুদ্ধাপরাধ আদালতের ভেতর কিভাবে বিষ সংগ্রহ করে আত্মহত্যা করলেন তা নিয়ে তদন্ত শুরু করেছেন হল্যান্ডের প্রসিকিউটররা। দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন সময়েই বুধবার কাঠগড়ায় দাঁড়িয়ে বিষপানে আত্মহত্যা করেন বসনিয়া ক্রোয়েটের ৭২ বছর বয়সী এই যুদ্ধাপরাধী। এএফপি। বুধবার রাতে এক বিবৃতিতে প্রসিকিউটররা বলেন, তদন্তের মূল লক্ষ্য হচ্ছে কি জাতীয় বিষ খেয়ে প্রালিয়াক আত্মহত্যা কিরেছেন? এ বিষ তার কাছে কিভাবে পৌঁছাল। কার সাহায্যে তিনি এটি সংগ্রহ করেছেন? এতে বিদ্যমান ওষুধ আইনের কোন কোন ধারা ভঙ্গ হয়েছে? আদালত থেকে টেলিভিশনে বুধবার তার বিষ খাওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচারিত হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রালিয়াকের বিষপানের ভিডিও ক্লিপ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। ১৯৯২ থেকে ৯৫ পর্যন্ত বসনিয়ার যুদ্ধের সময় পূর্ব মোস্তার শহরে অপরাধের দায়ে ২০১৩ সালে তাকে বিশ বছরের কারাদ- দেয়া হয়েছিল। বুধবার আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ে তার সেই কারাদ- বহাল রাখা হয়। এ ঘোষণা শোনার পর সাবেক অধিনায়ক প্রালিয়াক বিচারককে বলেন তিনি অপরাধী নন। এরপর তিনি একটি গাড় বাদামি রঙের ছোট্ট বোতল থেকে কিছু একটা পান করে বলেন, আমি বিষ খেয়েছি। বিচারকম-লীর সভাপতি সঙ্গে সঙ্গে আদালতের কার্যক্রম স্থগিত করে দেন এবং এ্যাম্বুলেন্স ডাকা হয়। বিচারক বলেন, ঠিক আছে, আমরা স্থগিত...আমরা স্থগিত...দয়া করে পর্দা টেনে দিন। যে গ্লাস থেকে তিনি কিছু একটা পান করলেন সেটা কেউ সরাবেন না। পর্দা টেনে দেয়ার আগে আদালত কক্ষে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রালিয়াক মারা যান। জাতিসংঘ যুদ্ধাপরাধ মামলার রায়ে বলা হয় ১৯৯৩ সালের গ্রীষ্মে সৈন্যরা প্রোজোর এলাকায় মুসলমানদের যখন ব্যাপক ধরপাকড় করছিল, তখন খবর পেয়েও তিনি তা বন্ধ করার জন্য কোন উদ্যোগ নিতে ব্যর্থ হন। মুসলিমদের হত্যার পরিকল্পনা করা হয়েছ এবং পূর্ব মোস্তারে মসজিদ এবং আন্তর্জাতিক সংস্থার সদস্যদের ওপর হামলা চালানোর পরিকল্পনার খবর জানার পরও তিনি কোনরকম ব্যবস্থা নেননি। যুদ্ধাপরাধের অভিযোগে আদালতের কাঠগড়ায় সাবেক যে ছয়জন বসনিয় ক্রোয়াট রাজনৈতিক ও সামরিক নেতাকে তোলা হয়েছে তাদের একজন ছিলেন অভিযুক্ত স্লোবোদান প্রালিয়াক।
×