ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমতলীতে সাবেক ইউপি সদস্যদের বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ২৩:৪০, ৩০ নভেম্বর ২০১৭

আমতলীতে সাবেক ইউপি সদস্যদের বাড়িতে ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) ॥ বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে সাবেক ইউপি সদস্য মোঃ কাছেম হাওলাদারের বাড়ীতে ডাকাতি সংঘঠিত হয়েছে। এ সময় ডাকাতের অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ ৬ জন গুরুত্বর আহত হয়েছে। জানাগেছে, উপজেলার কৃষ্ণনগর গ্রামের কাছেম হাওলাদারের বাড়ীতে বুধবার গভীর রাতে ১৪/১৫ জনের একটি ডাকাত দল আগ্নে অস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আসে। পরে ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরের সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় বাড়ীতে থাকা লোকজন ডাক চিৎকার করলে ডাকাতরা গৃহকর্তা কাছেম হাওলাদার (৬৫), তার স্ত্রী তাসলিমা বেগম (৩০), শ্বাশুরী আলেয়া বেগম (৭০), কন্যা উর্মি আক্তার (১৭), ভাই হাসেম হাওলাদার (৫৮) ও তার ভাইয়ের স্ত্রী পারভীন বেগমকে (৪০) কুপিয়ে মারাতœক জখম হয়। পরে ডাকাতরা ঘরের আসবাবপত্র ভাংচুর করে ৩ ভরি স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত গৃহকর্তা কাছেম হাওলাদারকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা প্রেরন করেন। অপর আহতদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমতলী থানার ওসি মোঃ শহিদ উল্যাহ বলেন খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তিনি ডাকাতির বিষয়টি অস্বীকার করে বলেন অন্য কোন ঘটনা থাকতে পারে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×