ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

প্রকাশিত: ২৩:৩২, ৩০ নভেম্বর ২০১৭

নীলফামারীতে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন করেছে নারী বিষয়ক অধিদফতর। আজ বৃহ¯পতিবার সকালে শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর নীলফামারীর আয়োজনে কর্মসূচীতে বেসরকারী বিভিন্ন উন্নয়ন সংস্থা ছাড়াও নারী উন্নয়ন সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবাল। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জাতীয় মহিলা সংস্থার নীলফামারীর চেয়ারম্যান রাবেয়া আলীম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক আহসান রহিম মঞ্জিল, র্ব্যাকের জেলা প্রতিনিধি রইস উদ্দিন ও সাহিত্যিক সেলিনা সাথী উপস্থিত ছিলেন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবাল বলেন, সারাদেশে শুরু হওয়া ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন কর্মসূচীর অংশ হিসেবে ৩০ নভেম্বর মানববন্ধন পালিত হয়।
×