ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় সংঘর্ষে আহত কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ২২:৫৩, ৩০ নভেম্বর ২০১৭

নেত্রকোনায় সংঘর্ষে আহত কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত আটপাড়া উপজেলার মঙ্গলসিদ্ধ গ্রামের কলেজছাত্র রনজু মিয়া আজ বৃহস্পতিবার ভোরে মারা গেছে। টানা এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রনজু মিয়া ওই গ্রামের তাহের আলীর ছেলে। আটপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলসিদ্ধ গ্রামের তাহের আলীর সাথে একই গ্রামের আলাল উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২২ নবেম্বর স্থানীয় বল্লা বিলের পাশে বিরোধপূর্ণ জমিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে তাহের আলীর ছেলে রনজু মিয়াসহ উভয় পক্ষের ৯ জন আহত হন। রনজু মিয়াকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে সে মারা যায়। নিহত রনজু মিয়া এ বছর আটপাড়ার তেলিগাতি ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। আটপাড়া থানার ওসি (তদন্ত) এটিএম মাহমুদুল হক জানান, সংঘর্ষের পরদিন তাহের আলী বাদী হয়ে এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।
×