ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে কলেজ শিক্ষকদের কালো ব্যাচ ধারণ কর্মসূচী

প্রকাশিত: ২১:০১, ৩০ নভেম্বর ২০১৭

মির্জাপুরে কলেজ শিক্ষকদের কালো ব্যাচ ধারণ কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি, পরীক্ষা বর্জন ও শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে কলেজ শিক্ষকরা কালো ব্যাচ ধারণ কর্মসুচী পালন করেছে। জাতীয়করন তালিকাভুক্ত কলেজ শিক্ষক পরিষদ মির্জাপুর কলেজ ইউনিটের শিক্ষকরা এই কর্মসূচী পালন করেন। আজ বৃহস্পতিবার বেলা বারটার দিকে কলেজ ক্যাম্পসে কর্মসূচী পালনকালে এক সভায় কলেজের উপাধ্যক্ষা খাদিজা ইয়াসমিন, সহকারি অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, শহিদুল্লাহ, নসরুল আজম, এস এম নুরুল ইসলাম, জামিল হোসেন, প্রভাষক মীর্জা মাজহারুল ইসলাম ও মোশারফ হোসেন বক্তৃতা করেন। বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে মানসম্মত উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষে সারাদেশে ২৮৩টি কলেজ জাতীয়করণের জন্য তালিকাভূক্ত করেছেন। সরকারের সুদুর প্রসারী সাহসী উদ্যোগকে বানচাল করার জন্য মিমাংসিত একটি বিষয়কে ক্যাডার-নন ক্যাডার ইস্যু সৃষ্টি করে একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন।
×