ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার ভবনের জীর্ণদশা

প্রকাশিত: ২০:০৩, ৩০ নভেম্বর ২০১৭

বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার ভবনের জীর্ণদশা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ ফ্লোর ভেঙ্গে গর্ত হয়ে গেছে। সিড়ির পলেস্তরা উঠে গেছে। ছাদেরও পলেস্তরা নষ্ট হয়ে গেছে। জানালায় জং ধরেছে। কার্নিশে ফাটল রয়েছে। গোটা দ্বিতল ভবনটি শ্যাওলায় একাকার হয়ে আছে। ছোট্ট ছোট্ট শিশুদের এখন অতি সাবধানে চলাচল করতে হয়। বেড়ে গেছে পা পিছলে পড়ে ঝুঁকি বাড়ছে। মধ্য টিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের দ্বিতল ভবনটির এখন এমন হাল হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-২ এর আওতায় ২০০৯ সালে ভবনটি নির্মাণ করা হয়। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় এই প্রাথমিক বিদ্যালয়টি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর পরে সাইক্লোন শেল্টার কাম ভবনটি নির্মাণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন আরা লীনা জানান, ভবনটি এখন ব্যবহার করতে শতাধিক ছাত্র-ছাত্রীদের সমস্যা হয়। বৃষ্টি হলে দক্ষিণ দিকে দিয়ে পানি কক্ষে প্রবেশ করে। জানালায় জং ধরে গেছে। আটকানো যায় না। ছাদ নষ্ট হয়ে গেছে। বীমে ফাটল ধরেছে। এখন জরুরী ভিত্তিতে ভবনটি মেরামত করা প্রয়োজন। এলজিইডি কলাপাড়া উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান জানান, ভবনটি জরুরী ভিত্তিতে মেরামত করে দেয়া হবে।
×