ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রাণের সন্ধানে মঙ্গলে নতুন মিশন নাসার

প্রকাশিত: ১৯:২৯, ৩০ নভেম্বর ২০১৭

প্রাণের সন্ধানে মঙ্গলে নতুন মিশন নাসার

অনলাইন ডেস্ক ॥ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) সম্প্রতি মঙ্গলগ্রহে নতুন মিশন শুরু করতে যাচ্ছে। এ মিশনে শুধু মঙ্গলগ্রহে প্রাণ আছে কি না, তাই নয় মহাবিশ্বের প্রাণের অস্তিত্ব রয়েছে কি না, তাও জানার চেষ্টা করা হবে। ‘মার্স ২০২০’ নামে এ মিশন আগের যে কোনো মিশনের তুলনায় উন্নতমানের হবে বলে জানিয়েছে নাসা। তবে এ মিশনেও কোনো মানুষ থাকবে না। তবে একটি রোভার পাঠানো হবে, যা মঙ্গলগ্রহে ঘুরে বেড়িয়ে প্রাণের বিষয়ে অনুসন্ধান করবে। এ মিশন কেন গুরুত্বপূর্ণ? কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন, এবার মঙ্গলের মাটি নিবিড়ভাবে পরীক্ষা করে তাতে প্রাচীনকালে জীবাণু ছিল কি না, তা অনুসন্ধান করা হবে। বর্তমানে মঙ্গলগ্রহ প্রাণী বসবাসের অনুপযোগী হলেও অতীতে তা প্রাণীদের জন্য উপযোগী ছিল বলে অনেকে মনে করেন। এক্ষেত্রে সে বিষয়টি এবারের গবেষণায় প্রমাণ করা সম্ভব হবে। মঙ্গলগ্রহে প্রাণ রয়েছে কি না, তা জানার পাশাপাশি মহাবিশ্বের প্রাণ সম্পর্কেও জানা সম্ভব হবে এ গবেষণায়। ২০১২ সাল থেকে কিউরিওসিটি রোভার মঙ্গলগ্রহে যে কাজ করেছে তার সম্পূরক হিসেবে এ রোভার কাজ করবে। রোভারটি দেখতে আগের মডেলের কাছাকাছি হলেও সাতটি নতুন যন্ত্র থাকবে এতে। এছাড়া এর চাকাও নতুন করে ডিজাইন করা হয়েছে। সূত্র : ইন্ডিপেনডেন্ট।
×