ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ভুল’ চিকিৎসায় মৃত্যু ॥ ডেল্টা হাসপাতালের তিন ডাক্তারের নামে মামলা

প্রকাশিত: ০৮:১৫, ৩০ নভেম্বর ২০১৭

‘ভুল’ চিকিৎসায় মৃত্যু ॥ ডেল্টা হাসপাতালের তিন ডাক্তারের নামে মামলা

কোর্ট রিপোর্টার ॥ ভুল চিকিৎসার জন্য এক রোগীর মৃত্যুর অভিযোগে রাজধানীর মিরপুরের ডেল্টা হাসপাতালের তিন চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বোনের মৃত্যুর ঘটনায় এ্যাডভোকেট রুহুল আমিন ঢাকা সিএমএম আদালতে বুধবার এ মামলা দায়ের করেন। মহানগর হাকিম জিয়াউল ইসলাম বাদীর জবানবন্দী গ্রহণ শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দেন তদন্ত করে আগামী ১০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে। মামলার আসামি তিন চিকিৎসক হলেন ডাঃ রেফাত হোসেন, ডাঃ লেফটেন্যান্ট কর্নেল (অব.) এস এম সরোয়ার আলম ও ডাঃ শম্পা। মামলার অপর আসামি ডেল্টা হাসপাতালের পরিচালক, যার নাম আর্জিতে উল্লেখ নেই।
×