ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কটের প্রধান কারণ পুঁজিবাদ ॥ সিরাজুল ইসলাম চৌধুরী

প্রকাশিত: ০৮:১৩, ৩০ নভেম্বর ২০১৭

রোহিঙ্গা সঙ্কটের প্রধান কারণ পুঁজিবাদ ॥ সিরাজুল ইসলাম চৌধুরী

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ পুঁজিবাদকে রোহিঙ্গা সঙ্কটের প্রধান কারণ উল্লেখ করে ঢাবির ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চলছে তার প্রধান কারণ যে পুঁজিবাদ সেটা বুঝতে আমাদের মহাজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। ১৯৭১ সালেও আমরা এই একইভাবে ইয়াহিয়া, ভুট্টোদের আগ্রাসন, পুঁজিবাদের কাছে নির্যাতিত হয়েছিলাম। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘এনডিং দ্য স্লো বার্নিং জেনোসাইড অব রোহিঙ্গা বাই মিয়ানমার’ শীর্ষক দু’দিনের আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঢাবি ভিসি আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ, বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের ও পার্লামেন্ট অব দ্য ওয়ার্ল্ড রিলিজিয়ন্সের ইমিরিটাস চেয়ার ড. মালিক মুজাহিদ প্রমুখ। রিফিউজি এ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (আরএমএমআরইউ) উদ্যোগে ও ইউরো-বার্মা অফিসের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করা হয়। আরএমএমআরইউর সমন্ময়কারী অধ্যাপক ড. সি আর আবরার অনুষ্ঠান সঞ্চালনা করেন। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, রোহিঙ্গা সঙ্কট একটি আন্তর্জাতিক ইস্যু। এটি যেহেতু আন্তর্জাতিক ইস্যু এবং রোহিঙ্গাদের ওপর ইনজাস্টিস করা হয়েছে, সেহেতু যারা এই অন্যায়ের সঙ্গে যুক্ত তাদের আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। যেন এ ধরনের অন্যায়, আগ্রাসন চালাতে কেউ উৎসাহিত না হয়। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জামার্নি, মালয়েশিয়া ও নেপালের শিক্ষাবিদ, গবেষক ও মানবাধিকার কর্মীরা সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
×