ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার নয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা, বাংলাদেশের উদ্বেগ

প্রকাশিত: ০৮:০৪, ৩০ নভেম্বর ২০১৭

উত্তর কোরিয়ার নয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা, বাংলাদেশের উদ্বেগ

কূটনৈতিক রিপোর্টার ॥ উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট রেজুলেশনকে অমান্য করেছে। উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক আইন ও এ বিষয়ে নিজেদের অঙ্গীকার মেনে চলতে আহ্বান করছে বাংলাদেশ। একই সঙ্গে এ ধরনের শক্তি প্রদর্শন ও অবাধ্যতা থেকে পিয়ং ইয়ংকে বিরত থাকারও আহ্বান জানাচ্ছে।
×