ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হেগের আদালতে যুদ্ধাপরাধীর বিষপানে মৃত্যু

প্রকাশিত: ০৭:৩৭, ৩০ নভেম্বর ২০১৭

হেগের আদালতে যুদ্ধাপরাধীর বিষপানে মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে দোষী সাব্যস্ত এক যুদ্ধাপরাধী আদালতে দাঁড়িয়ে বিষপান করার পর হাসপাতালে তার মৃত্যু হয়েছে। স্লোবোদান প্রালিয়াক নামের এই যুদ্ধাপরাধীর ২০ বছরের কারাদ- হয়েছিল। বুধবার আদালতে শুনানির সময় আপিলে তার দ- বহাল হলে নাটকীয়ভাবে সে বিষপান শুরু করলে বিচার কার্যক্রম মুলতবি করেন আদালত। বিবিসি ও এএফপি’র জানায়, যুদ্ধাপরাধের অভিযোগে আদালতের কাঠগড়ায় সাবেক যে ছয়জন বসনীয় ক্রোট রাজনৈতিক ও সামরিক নেতাকে তোলা হয়েছে তাদের একজন এই অভিযুক্ত প্রালিয়াক। পূর্ব মোস্তারের অপরাধের দায়ে ২০১৩ সালে তাকে বিশ বছরের কারাদ- দেন আদালত। বসনীয় ক্রোট প্রতিরক্ষা বাহিনীর প্রথম সারির সৈন্যদের সাবেক অধিনায়ক প্রালিয়াককে মানবতার বিরুদ্ধে অপরাধে কারাদ- দেয়া হয়।
×