ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসায় বিশ্বব্যাংক

প্রকাশিত: ০৭:৩৬, ৩০ নভেম্বর ২০১৭

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসায় বিশ্বব্যাংক

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয়, খাদ্য ও চিকিৎসা দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের উর্ধতন কর্মকর্তারা। তারা আশ্রিত রোহিঙ্গাদের সাহায্যে তাদের সহায়তা অব্যাহত রাখার আশ^াস দেন। এ সময় খুব দ্রুততর সময়ের মধ্যে রোহিঙ্গাদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদানের সফল পদক্ষেপ নেয়ায় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে বিশ^ব্যাংকের দু’জন ভাইস প্রেসিডেন্ট কিথ হ্যানসেন ও এ্যানেট্টে ডিক্সনের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দুটি পৃথক বৈঠকে তারা শেখ হাসিনার প্রতি এমন প্রশংসা ও রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। ওয়াশিংটনে বিশ^ব্যাংকের উদ্যোগে চলমান ‘নলেজ শেয়ারিং ইভেন্ট ২০১৭’ সম্মেলনে অংশগ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মঙ্গলবার তিনদিনব্যাপী এই ইভেন্ট শুরু হয়। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নীত হতে চলেছে। ’৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে উন্নীত করার প্রধানমন্ত্রীর দূরদর্শী ভিশন নিয়ে দেশ এখন এগিয়ে চলেছে। কয়েক বছরে দারিদ্র্য বিমোচন, যোগাযোগ অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুত, কৃষি, তথ্য ও প্রযুক্তিখাতের উল্লেখযোগ্য সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ তার কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জনে সফল হবে বলে তিনি এ সময় আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বিশ^ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, অর্থ মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিবসহ বাংলাদেশ সরকার ও বিশ^ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×