ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনোদন নিয়ে হ্যাপিনেস টেলিভিশন

প্রকাশিত: ০৬:২৮, ৩০ নভেম্বর ২০১৭

বিনোদন নিয়ে হ্যাপিনেস টেলিভিশন

বাংলাদেশের টিভি চ্যানেলগুলো দর্শক চাহিদার পুরোটা এখনও মেটাতে পারেনি। একসময় বিটিভি সুস্থ বিনোদন যোগান দিতে পারলেও তথ্যের ঘাটতি ছিল। এখন বেসরকারী টিভি চ্যানেলগুলো তথ্য যোগান দিতে পারছে কিন্তু সুস্থ বিনোদনের অভাব রয়েছে। এই দুয়ের সমন্বয় ঘটিয়ে দর্শক-শ্রোতাদের চাহিদা পূরণ করতে হবে। শিক্ষা বিস্তার, সমাজকল্যাণেও মিডিয়ার অনেক দায়িত্ব রয়েছে, দুর্ভাগ্যজনকভাবে সেই দায়িত্ব যে পালিত হচ্ছে এমনটা আমরা দেখতে পাই না। জাতীয় প্রেসক্লাবে গত ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার মানবিক কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে আলোচকরা এই অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে নতুন একটি টিভি চ্যানেল ‘হ্যাপিনেস টিভির পরীক্ষামূলক সম্প্রচার বিজয়ের মাসে শুরু হবে বলে ঘোষণা করা হয়। ২৪ ঘণ্টা বিনোদন অনুষ্ঠান সংবলিত এই নতুন চ্যানেলের স্লোগান হচ্ছে ‘বিশ্বব্যাপী বিনোদন’। বাংলাদেশের সুস্থ ধারার বিনোদন বিশ্বব্যাপী পৌঁছে দেবে হ্যাপিনেস টিভি। অনুষ্ঠানে দেশসেরা ৪০ জন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত চিত্রনায়ক ফারুক। বিশেষ অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, কম্প্রট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ, এটিএন বাংলার সিনিয়র কর্মকর্তা নওয়াজীশ আলী খান, চিত্রনায়িকা অঞ্জনা সুলতানাসহ অন্যান্য গুণী ব্যক্তিত্ব ।
×