ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিজ্ঞানী জগদীশ বসুর জন্মদিন আজ

প্রকাশিত: ০৬:১১, ৩০ নভেম্বর ২০১৭

বিজ্ঞানী জগদীশ বসুর জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর ১৫৯তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার। তবে এই উপলক্ষে বিজ্ঞানীর বাড়িতে তেমন কোন কর্মসূচী নেই। বাড়িটিতে বিজ্ঞানীর নামে প্রতিষ্ঠিত স্যার জেসি বোস ইনস্টিটিউট এখন একটি দর্শনীয় স্থান ও জাদুঘর। এর কর্ণধার অধ্যক্ষ মোঃ ফারহাদ আজিজ জানান, শুধু বিজ্ঞানীর মনুমেন্টে ফুলের মালা দেয়া হবে এবং শিক্ষকরা বসে একটু আলোচনা করবেন। প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা কেন্দ্র থাকায় বড় কোন অনুষ্ঠান হাতে নেয়া যায়নি। দেশ-বিদেশে নানা পুরস্কারে ভূষিত এই বিজ্ঞানীর জন্ম হয় ১৮৫৮ সালের ৩০ নবেম্বর ময়মনসিংহে। ১৯৩৭ সালের ২৩ নবেম্বর তিনি মারা যান। তাঁর জন্মের সময় পিতা ভগবান চন্দ্র বসু ময়মনসিংহ জেলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। পিতার চাকরির কারণে নানা স্থানে থাকলেও পৈত্রিক গ্রাম রাঢ়ীখাল ছিল বিজ্ঞানীর প্রিয় স্থান।
×