ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ৭০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা

প্রকাশিত: ০৬:০৮, ৩০ নভেম্বর ২০১৭

কুমিল্লায় ৭০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৯ নবেম্বর ॥ জেলার হোমনায় রিয়াদ হোসেন নামের এক স্কুলছাত্রকে অপহরণের পর তার কৃষক পিতার কাছে ৭০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে পায়নি বলে রিয়াদকে গলাটিপে হত্যার পর তার লাশ গুম করে ফেলে দুর্বৃত্তরা। ঘটনার ৫ দিন পর পুলিশ বুধবার বিকেলে ওই উপজেলার ভাষানিয়া ইউনিয়নের শিবপুর-মাছিমপুর সড়কের মনাইর কান্দি এলাকার রাস্তার পাশ থেকে ওই স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার করে। নিহত রিয়াদ নিলখী ইউনিয়নের মিরাশ গ্রামের সিরাজ মিয়ার ছেলে এবং স্থানীয় নিলখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্র্রেণীর ছাত্র ছিল। লেখাপড়ার পাশাপাশি সে তার দরিদ্র পরিবারের সহায়তার জন্য ইজিবাইক চালাত। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৫ নবেম্বর শনিবার বিকেলে হোমনা উপজেলার পঞ্চবটি এলাকা থেকে ইজিবাইকসহ দুর্বৃত্তরা রিয়াদ হোসেনকে (১৪) অপহরণ করে ইজিবাইকটি ছিনিয়ে নেয়। ওই রাতে দুর্বৃত্তরা মোবাইল ফোনের মাধ্যমে তার বাবার কাছে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তার বাবার অভিযোগের প্রেক্ষিতে হোমনা থানা পুলিশ মুরাদনগর থানা পুলিশের সহায়তায় রবিবার রাতে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে ইজিবাইকটি উদ্ধার করে এবং ছিনতাইকৃত ইজিবাইকটি কেনার দায়ে ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো দেবিদ্বার উপজেলার শিবনগর গ্রামের সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৮), মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে হেলাল (২৩) এবং একই গ্রামের বারিক মিয়ার ছেলে খবির হোসেন (২৭)। এদিকে গ্রেফতারকৃতদের দেয়া তথ্য ও মোবাইল কললিস্টের সূত্র ধরে হোমনা থানা পুলিশ বুধবার সকালে ঢাকা থেকে ঘটনার নায়ক হোমনা উপজেলার শোভারামপুর গ্রামের রুস্তম আলীর ছেলে জাহাঙ্গীরকে (২৮) গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বিকেলে জাহাঙ্গীরের দেখানো স্থান থেকে রিয়াদের লাশ উদ্ধার করা হয়। হোমনা থানার ওসি গোলাম রসুল নিজামী জানান, গ্রেফতার জাহাঙ্গীর ও তার ২ সহযোগী ২৫ নবেম্বর রাতে রিয়াদকে গলাটিপে হত্যার পর লাশ গুম করে রাখে। এ ঘটনায় জড়িত অপর ঘাতকদের গ্রেফতারে অভিযান চলছে।
×