ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রূপা গণধর্ষণ ও হত্যা

পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন ॥ ৩ জানুয়ারি সাক্ষ্য গ্রহণ

প্রকাশিত: ০৬:০৭, ৩০ নভেম্বর ২০১৭

পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন ॥ ৩ জানুয়ারি সাক্ষ্য গ্রহণ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৯ নবেম্বর ॥ মধুপুরে ঢাকার আইডিয়াল ল’ কলেজের শিক্ষার্র্থী রূপা খাতুনকে চলন্ত বাসে গণধর্ষণ ও ঘার মটকে হত্যা মামলার অভিযোগ গঠন করেছে আদালত। পাঁচ পরিবহন শ্রমিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বুধবার অভিযোগ গঠনের নির্ধারিত দিনে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল হাসান আগামী ৩ জানুয়ারি চাঞ্চল্যকর এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, বুুধবার আসামিপক্ষের আইনজীবীরা আদালতে চারটি আবেদন করেন। তারা অভিযোগপত্র প্রত্যাহার, মামলার পুনঃতদন্ত, জামিন এবং গাড়ি নিজ জিম্মায় নেয়ার আবেদন করেন।
×