ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির নাম বাংলাদেশ নালিশ পার্টি ॥ কাদের

প্রকাশিত: ০৬:০৬, ৩০ নভেম্বর ২০১৭

বিএনপির নাম বাংলাদেশ নালিশ পার্টি ॥ কাদের

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ বিএনপির নাম বাংলাদেশ নালিশ পার্টি। মাসে মাসে আন্দোলনের হুমকি দেয়-এক বছরে কয়টা আন্দোলন হলো। মরা গাঙ্গে জোয়ার আসে না। কথা মালার চাতুরি ছাড়া বিএনপির আর কিছু নেই। বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এখনও সেসব মানুষের আত্মীয়-স্বজনের কান্নার আহাজারি শোনা যায়। তাদের হাত আজও রক্তে রঞ্জিত। চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের নতুন কর্মী সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার বক্তব্য রাখছিলেন। হরিমোহন মাঠের এই সমাবেশ উৎসবের রুপ নিয়ে বিশাল মাঠ ছাড়িয়ে জনস্্েরাত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। জনাব কাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বক্তব্য উদ্ধৃতি করে বলেন, বাংলাদেশের মানুষ আল-বদর রাজাকার, স্বাধীনতাবিরোধী খুনীদের আর ক্ষমতায় দেখতে চাচ্ছে না। তাই আগামী নির্বাচনে সততা, যোগ্যতা ও দক্ষতার জন্য জননেত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। আবারও আওয়ামী লীগ সরকার গঠন করবে। কারণ একটাই, আমাদের ওপর জনগণ খুশি। তবে এখন থেকেই আওয়ামী কর্মীদের গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়ে জনগনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বোঝাতে হবে উন্নয়ন ও গঠনতন্ত্রের এই ধারা অব্যাহত রাখতে ব্যাপক হারে আগামী অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচনে নৌকাকে জয়ী করতে হবে। আওয়ামী লীগ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর সম্পাদক ডাব্লু সরকার ও নুরুল ইসলাম ঠান্ডুসহ কেন্দ্রীয় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এর আগে ওবায়দুল কাদের আইনজীবী সমিতি হতে চীফ জুডিসিয়াল ভবন ও জেলা জজ ভবন পর্যন্ত ওভারব্রিজ নির্মাণ, সদর উপজেলার খাকচা পাড়ায় ১৩১ দশমিক ২০ ফুট দীর্ঘ সেতু নির্মাণে ভিত্তিপ্রস্তর, চর ইসলামাবাদ ও চর তেররশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন নির্মাণ, রহনপুরে একটি সেতু উদ্বোধন এবং জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ছয়জন মৃত সদস্য’র নমিনীগনের মাঝে ৫ লাখ ৫০ হাজার করে মোট ৩৩ লাখ টাকার চেক প্রদান করেন।
×