ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

‘গান হোক অশুভের বিপক্ষে শৈল্পিক প্রতিবাদ’

প্রকাশিত: ০৬:০৪, ৩০ নভেম্বর ২০১৭

‘গান হোক অশুভের বিপক্ষে শৈল্পিক প্রতিবাদ’

স্টাফ রিপোর্টার ॥ মাইকে ভেসে আসছে ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘শুধু গান গেয়ে পরিচয়’সহ বেশকিছু কালজয়ী গান। যে গানগুলো লিখেছেন খ্যাতনামা গীতিকবি মাজহারুল আনোয়ার। দেশের প্রখ্যাত শিল্পীদের গাওয়া এই গান যেন নতুন মাত্রা পেয়েছে মাজরুল আনোয়ারের কন্যা শিল্পী দিঠি আনোয়ারের কণ্ঠে। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বুধবার সন্ধ্যায় শিল্পীর একক এ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী। হেমন্তের মন্দ্রীত সন্ধ্যা। শীতের মৃদু স্পর্শ রাজধানীবাসীকে এখনও সেভাবে কাতর করতে পারেনি। হিমেল আবহে যানজট উপেক্ষা করে এ সময় মিলনায়তনে সঙ্গীতপ্রেমীদের উপস্থিতিতে ছিল কানায় কানায় ভর্তি। আমরা সূর্যমুখী সংগঠনটির প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তিতে আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম ‘গান হোক অশুভের বিপক্ষে শৈল্পিক প্রতিবাদ’। সঙ্গীতানুষ্ঠানের আগে এ আয়োজনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী মাসুদ আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সঙ্গীতশিল্পী ফাতেমা তুজ জোহরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়ক আবদুল হান্নান খান। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল একটি অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা করা। এ সমাজ প্রতিষ্ঠায় আমাদের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনসমূহকে এগিয়ে আসতে হবে। অন্যথায় আমরা লক্ষ্যহীন সমাজে পরিণত হব। স্বাধীনতার সুফল সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে হলে রাজনীতিবিদ থেকে শুরু করে সংস্কৃতিকর্মী সবাইকে একযোগে কাজ করতে হবে। অধ্যাপক শীরিনা বীথির কবিতা আবৃত্তির মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর সূচনা বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সেলিম। আলোচানার পর জবা ইয়াসমিন ও মোঃ নাজমুল হকের হাতে সংগঠন প্রদত্ত ‘রেহানা বানু শিক্ষাবৃত্তি’ প্রদান করেন উদ্বোধক। এরপর শুরু হয় শিল্পী দিঠি আনোয়ারের একক সঙ্গীতানুষ্ঠান। তিনি তার বাবা মাজহারুল আনোয়ারের লেখা গানই মূলত পরিবেশন করেন। তার পরিবেশনার শুরুতে ছিল আনোয়ার পারভেজের সুরে ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’। তিনি একে একে পরিবেশন করেন ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘গানেরই খাতায় স্বররিপি’, ‘সে যে কেন এল না’, ‘আছেন আমার মোক্তার’, ‘বন্ধু তোর বারাত নিয়ে আমি যাব’, ‘বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম’সহ বেশ কিছু কালজয়ী গান। তার শেষ পরিবেশনায় ছিল ‘এক নজর না দেখিলাম’, ‘ওরে শামপানওয়ালা’ ও ‘ইস্টিশনের রেল গাড়িটা’ এই তিনটি গানের মিশ্রণ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রূপশ্রী চক্রবর্তী। সার্ক হস্তশিল্প প্রদর্শনী, কর্মশালা ও নৃত্যোৎসব শুরু হচ্ছে আজ ॥ রাজধানীর সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমিতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘সার্ক হস্তশিল্প প্রদর্শনী, কর্মশালা ও নৃত্যোৎসব। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার শিল্পীরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত চার দিনব্যাপী এ উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় ও সার্ক কালচারাল সেন্টার। একাডেমি প্রাঙ্গণের নন্দনমঞ্চে বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি সচিব মোহাম্মদ ইব্রাহীম হোসেন খান। বিশেষ অতিথি থাকবেন সার্ক কালচারাল সেন্টারের পরিচালক ওয়াসান্তে কতোয়ালা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ উপলক্ষে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলন হয়। এতে উপস্থিত ছিলেন সার্ক কালচারাল সেন্টারের পরিচালক ওয়াসান্তে কতোয়ালা ও সহকারী পরিচালক কিষাণী জয়সিংহে বিজয়াসেকারা, প্রশাসনিক কর্মকর্তা কে কে গুমাথিলাকা ও প্রোগ্রাম সহকারী নবরাজ হরিসনাথ ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সংবাদ সম্মেলনে জানানো হয়, একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে আজ ও আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় প্রদর্শিত হবে ঐতিহ্যবাহী লাঠিখেলা। আগামীকাল ও ২ ডিসেম্বর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে বিকেল সাড়ে ৫টায় সার্কভুক্ত দেশের শিল্পীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হবে। ওস্তাদ আজিজুল ইসলামের বংশীবাদনে মুগ্ধ শ্রোতা ॥ ওস্তাদ আজিজুল ইসলামের একক বংশীবাদনে মুগ্ধ নজরুল ইনস্টিটিউট মিলনায়তনের শ্রোতা। বুধবার সন্ধ্যায় শিল্পীর একক এ বংশীবাদন অনুষ্ঠানের আয়োজন করে নজরুল ইনস্টিটিউট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এরশাদুল হক টিংকুর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর শুরু হয় শিল্পীর একক বংশীবাদন। বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন জয়নুল গ্যালারিতে ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে জয়নুল গ্যালারিতে বুধবার দুপুরে। প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামান। প্রদর্শনীর আহ্বায়ক ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক আনিসুজ্জামান জানান, বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৪০ শিক্ষার্থীর ১১৫টি শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। এর মধ্যে বিভিন্ন মাধ্যমের ৯ শিল্পকর্মকে তারা পুরস্কারের জন্য নির্বাচন করেছেন। প্রদর্শনীতে এ্যাকুয়াটিন্টে আঁকা সাকিব সেলিমের ছবির শিরোনাম ‘স্টোরি অব এক্সটিনশন এ্যান্ড সারভাইভাল’। যুগের পরিবর্তনের সঙ্গে প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গের শারীরিক গঠন পরিবর্তন, বিবর্তনের কথা ফুটে উঠেছে এই ছবিতে। বাস্তব, পরাবাস্তবের দ্বান্দ্বিক অবস্থানের কথা উঠে এসেছে স্বপন কুমার সানার ‘রিয়েলাইজেশন’ ছবিতে। লিথোগ্রাফ মাধ্যমে আঁকা তার এই বিমূর্ত ধারার ছবিটি জিতে নিয়েছে ‘শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ’ এ্যাওয়ার্ড। গ্রুপ থিয়েটার ফেডারেমনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ॥ বাংলাদেশ নাট্য আন্দোলনের গর্বিত সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। ১৯৮০ থেকে ২০১৭ দীর্ঘ পথ পাড়ি দিয়ে গৌরবোজ্জ্বল ৩৭তম বছর পূর্ণ করতে যাচ্ছে। ফেডারেশন প্রতিষ্ঠার সুবর্ণ দিন ২৯ নবেম্বর ‘গ্রুপ থিয়েটার দিবস’ হিসেবে স্বীকৃত। দিবসটি উদ্যাপন উপলক্ষে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে এক সেমিনার হয়। ‘বাংলাদেশে গ্রুপ থিয়েটার চর্চায় নারীর সৃজনশীলতার প্রকাশ’ শীর্ষক এ সেমিনারে মূলপ্রবন্ধ পাঠ করেন লেখক ডাঃ সাজেদুল আউয়াল।
×