ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচন পাগল

প্রকাশিত: ০৫:৫৬, ৩০ নভেম্বর ২০১৭

নির্বাচন পাগল

ভারতের টায়ার ব্যবসায়ী ডাক্তার কে পদ্মরাজন। পেশায় ব্যবসায়ী হলেও তার বড় পরিচয় তিনি নির্বাচন পাগল। এর আগে মোট ১৮৩ বার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন। এবার ১৮৪ বারের মতো তামিলনাড়ুর একটি আসনের উপনির্বাচনে লড়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। ভারতের বাঘা বাঘা রাজনীতিকের সঙ্গে নির্বাচনে লড়ার অভিজ্ঞতা রয়েছে তার। এর আগে ভারতের সাবেক রাষ্ট্রপতি আরকে নারায়ণ, এপিজে আবদুল কালাম, প্রতিভা পাটিল, মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী, জয়ললিতা, এম করুণানিধি, পিভি নরসিমা, একে এ্যান্টনি, কে করুণাকরণ, জিকে মোপানার ও জিকে ভাসানেরমতো হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে লড়ে ইলেকশন কিং অব ইন্ডিয়া খেতাব পেয়েছেন। তবে নির্বাচনে জয়ের মালা একবারও গলায় ওঠেনি তার। প্রতিবারই জামানত খোয়াতে হয়েছে স্বঘোষিত এই ডাক্তারের। তার জীবনে সর্বাধিক ভোট পাওয়ার রেকর্ড মাত্র ৪৩০টি। খবরে বলা হয়েছে, অদ্ভুত স্বভাবের কে পদ্মরাজনের বাড়ি ভারতের তামিলনাড়ুতে। তিনি নিজের নামের আগে ‘ডাঃ’ লেখেন। তবে উপাধিটি স্বঘোষিত। নির্বাচনে লড়া প্রসঙ্গে তিনি বলেন, আমি প্রতিবার হেরেছি। এই হার দিয়েই আমি বিখ্যাত হতে চাই। বিশ্বরেকর্ড গড়তে চাই। -নিউজ অলিভ অবলম্বনে।
×