ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চিটাগংকে বিদায় করল রাজশাহী

ঢাকাকে হারিয়ে শেষ চারে কুমিল্লা

প্রকাশিত: ০৫:৫৬, ৩০ নভেম্বর ২০১৭

ঢাকাকে হারিয়ে শেষ চারে কুমিল্লা

মিথুন আশরাফ ॥ চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ১২ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই সঙ্গে সেরা চারে খেলাও নিশ্চিত করে ফেলেছে। খুলনা টাইটান্সের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠেছে কুমিল্লা (১৪ পয়েন্ট)। দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৩৩ রানে হারায় রাজশাহী কিংস। এই হারে চিটাগং লীগ থেকে সবার আগে বিদায় নেয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ঢাকা। কুমিল্লাকে আগে ব্যাট করার সুযোগ দেয়। সুযোগটি পেয়ে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৬৭ রান করে কুমিল্লা। স্যামুয়েলস ৩৯, তামিম ৩৭, লিটন ৩৪ রান করেন। কেভন কুপার ৩টি ও সাকিব আল হাসান ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫৫ রান করে ঢাকা। জো ডেনলি সর্বোচ্চ ৪৯ রান করেন। বল হাতে ডোয়াইন ব্রাভো ৩ উইকেট নেন। মোহাম্মদ সাইফউদ্দিন নেন ২ উইকেট। এর আগে দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৩৩ রানে হারায় রাজশাহী কিংস। এই জয়ে রাজশাহী যেমন শেষ চারে ওঠার স্বপ্ন জিইয়ে রেখেছে। চিটাগংয়ের বিদায় ঘণ্টা বেজেছে। ম্যাচে টস জিতে রাজশাহী। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েই বাজিমাত করে। ড্যারেন সামির ৪০, মুশফিকুর রহীমের ৩১, জেমস ফ্রাঙ্কলিনের ৩০ রানে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫৭ রান করে রাজশাহী। লুইস রিচি ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে ১৯.২ ওভারে ১২৪ রান করতেই গুটিয়ে যায় চিটাগং। ব্যাট হাতে ভ্যান জিল সর্বোচ্চ ২৭ রান করেন। বল হাতে টি২০ অভিষিক্ত কাজী অনিক দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখান। ৩.২ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। তাতে ম্যাচ জিতে রাজশাহী। তবে ২৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪০ রানের ইনিংস খেলেন, এজন্য ম্যাচ সেরা হন সামি। খুলনা টাইটান্স তো সবার আগে শেষ চারে খেলা নিশ্চিত করে ফেলেছে। বুধবার কুমিল্লা সেরা চারে থাকা নিশ্চিত করে ফেলেছে। চট্টগ্রাম পর্ব শেষেই দুই দল নিশ্চিত হয়ে গেল। এখন ঢাকা পর্বে বাকি দুই দল নিশ্চিত হবে। স্কোর ॥ কুমিল্লা-ঢাকা ম্যাচ-চট্টগ্রাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস ১৬৭/৬; ২০ ওভার (স্যামুয়েলস ৩৯, তামিম ৩৭, লিটন ৩৪, ইমরুল ২৬; কুপার ৩/৪২, সাকিব ২/২৩)। ঢাকা ডায়নামাইটস ইনিংস ১৫৫/৮; ২০ ওভার (ডেনলি ৪৯, পোলার্ড ২৭, অমি ১৭; ব্রাভো ৩/৩১)। ফল ॥ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১২ রানে জয়ী। ম্যাচ সেরা ॥ ডোয়াইন ব্রাভো (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)। পয়েন্ট তালিকা দল ম্যাচ জয় হার পরিত্যক্ত পয়েন্ট রানরেট কুমিল্লা ৯ ৭ ২ ০ ১৪ ০.৬৮২ খুলনা ১০ ৬ ৩ ১ ১৩ ০.১২০ ঢাকা ১০ ৫ ৩ ১ ১১ ১.১৯৫ রংপুর ৯ ৫ ৪ ০ ১০ -০.১৮৯ রাজশাহী১০ ৪ ৬ ০ ৮ -০.৫৮২ সিলেট ১০ ৩ ৬ ১ ৭ -০.৮১৩ চিটাগং ১০ ২ ৭ ১ ৫ -০.৪২৫
×