ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার ওয়ানডে ও টি২০ অধিনায়ক থিসারা

প্রকাশিত: ০৫:১০, ৩০ নভেম্বর ২০১৭

শ্রীলঙ্কার ওয়ানডে ও টি২০ অধিনায়ক থিসারা

স্পোর্টস রিপোর্টার ॥ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ পারফর্ম করছিলেন থিসারা পেরেরা। মধ্যপথে দেশে ফিরেই পেলেন সুখবর। ভারত সফরে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কা দলের অধিনায়ক করা হচ্ছে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। দল ঘোষণা করলেও বোর্ডের (এসএলসি) বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। তিন ম্যাচের টি২০ সিরিজেও নেতৃত্ব দেবেন থিসারা। গত জুলাইয়েই শ্রীলঙ্কার রঙিন পোশাকের দায়িত্ব দেয়া হয়েছিল উপুল থারাঙ্গাকে। ভারত সফরে থারাঙ্গা দলে থাকবেন কিনা, কিংবা পেরেরা কতদিনের মেয়াদে অধিনায়ক সেসব নিশ্চিত নয় এখনও। পুরো দল ঘোষণা করা হলে পরিষ্কার হবে সবকিছু। মূল ক্রিকেটারদের অনুপস্থিতিতে কিছুদিন আগে পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন পেরেরা। ধারণা করা হচ্ছে, সেই সিরিজেই তরুণ দলের ওপর পেরেরার নেতৃত্বের ছাপ ও কতৃত্ব মনে ধরেছে লঙ্কান বোর্ড কর্তাদের। সাম্প্রতিক সময়ে ভয়ঙ্কর দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার ওয়ানডে দল। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলেও ওয়ানডেতে ‘হোয়াইটওয়াশ’ হয়েছে ৫-০তে। লঙ্কানরা এর আগে ভারত আর দক্ষিণ আফ্রিকার কাছেও হেরেছিল একই ব্যবধানে। তিনটি সিরিজেই নেতৃত্বে ছিলেন থারাঙ্গা। ভীষণ অস্থিরতার ভেতরে থাকা লঙ্কান ক্রিকেটে এ বছর সপ্তম অধিনায়ক থিসারা পেরেরা। টেস্ট শেষে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১০ ডিসেম্বর থেকে। এর আগে চলতি বছরের জুলাইয়ে ঘরের মাটিতে দুর্বল জিম্বাবুইয়ের কাছে সিরিজ হারের লজ্জা সঙ্গী করে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছে এ্যাঞ্জেলো ম্যাথুসকে। এবার দক্ষিণ আফ্রিকা, ভারত এবং পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ‘হোয়াইটওয়াশ’ হয় শ্রীলঙ্কা। তাই ২০১৯ বিশ্বকাপের আগে নেতৃত্বে পরিবর্তন চাইছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। মূলত অলরাউন্ডিং বৈশিষ্ট্যের জন্যই থিসারা পেরেরাকে পছন্দ শ্রীলঙ্কান বোর্ড কর্মকর্তাদের।
×