ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যৌন নির্যাতন- অবশেষে মুখ খুললেন ব্লাটার

প্রকাশিত: ০৫:০৮, ৩০ নভেম্বর ২০১৭

যৌন নির্যাতন- অবশেষে মুখ খুললেন ব্লাটার

স্পোর্টস রিপোর্টার ॥ যৌন নিপীড়ক সেপ ব্লাটার! ২০১৩ সালে ব্যালন ডি’অর জয়ী আমেরিকার মহিলা ফুটবল দলের গোলকিপার হোপ সলোর নিতম্ব চেপে ধরেছিলেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাবেক সভাপতি ব্লাটার। হ্যাঁ, চলতি মাসের শুরুতে পর্তুগালের এক সংবাদপত্রকে দেয়া সাক্ষাতকারে ঠিক এমনটাই জানিয়েছিলেন সলো। তবে তার বিরুদ্ধে করা শ্লীলতাহানির সেই অভিযোগ সঙ্গে সঙ্গেই নাকচ করে দিয়েছিলেন সেপ ব্লাটারের মুখপাত্র। দীর্ঘদিন পর এবার ব্লাটার নিজেই মুখ খুলেছেন। তার বিরুদ্ধে করা এই অভিযোগকে ‘আজব’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। সেইসঙ্গে আমেরিকার সলোর ‘জীবন বৃতান্ত’ দেখারও আহ্বান জানিয়েছেন কেলেঙ্কারির দায়ে ফিফা থেকে নিষিদ্ধ হওয়া সেপ ব্লাটার। এ প্রসঙ্গে ব্লাটার বলেন, ‘সলোর এরকম অভিযোগ সত্যিই আজব। আপনারা এই নারীর জীবন বৃত্তান্ত দেখেন। আমি মোটেও অপরাধী নই।’ সলোর খোঁজ-খবর যারা রাখেন তারা হয়তো খুব সহজেই বুঝে যাবেন ব্লাটার কেন তার জীবন বৃত্তান্ত দেখার আহ্বান জানালেন! হোপ সলো খেলায় যেমন, মুখেও তেমন। যুক্তরাষ্ট্রের নারী ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল গোলরক্ষক। সুপারস্টার। দুটি অলিম্পিক সোনা ও একটি বিশ্বকাপ শিরোপা জেতার অভিজ্ঞতাও রয়েছে তার। আমেরিকান গোলরক্ষকের ডিসিপ্লিনারি রেকর্ড মোটেও ভাল নয়। বরং পুরো ক্যারিয়ার জুড়েই বিতর্ক সমান্তরালভাবে সঙ্গী ছিল তার। ঘরোয়া ফুটবলে অনৈতিক এক ঘটনার জন্ম দিয়ে ২০১৪ সালে গ্রেফতার হয়েছিলেন তিনি। আমেরিকান ফুটবল থেকেও দুইবার নিষিদ্ধ হন সলো। গত বছর রিও অলিম্পিকেও বিতর্কিত এক ঘটনার জন্ম দেন তিনি। ২০০০ সাল থেকে মার্কিন নারী দলের গোল সামালালেও রিও অলিম্পিকে বিতর্কিত মন্তব্যের কারণে ৬ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। রিও অলিম্পিক নারী ফুটবলের কোয়ার্টার ফাইনালে সুইডেনের কাছে গোলবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র হারে। বিদায় নেয় গেমস থেকে। এরপর সুইডিশ খেলোয়াড়দের একদল ‘কাওয়ার্ড’ বলেছিলেন হোপ। তার এই মন্তব্যে ঝড় উঠেছিল। ওই বিষের মন্তব্যের কারণেই ছয় মাসের জন্য নিষিদ্ধ হন আমেরিকান গোলকিপার। আর ব্ল্যাটার তো এক কাঠি সরেশ। টাকা খেয়েছেন, টাকা মেরেছেন। ফিফার সর্বোচ্চ পদে থেকে দুর্নীতি করে, দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে কলঙ্কিত করেছেন বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাকেও। সাবেক ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। সর্বশেষ তার বিরুদ্ধে অভিযোগ আনেন সলো। পর্তুগীজ পত্রিকা এক্সপ্রেসোকে হোপ রাখঢাক না করেই বললেন, ‘কয়েক বছর আগে ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠানে মঞ্চে ওঠার আগে সেপ ব্লাটার আমার নিতম্ব খামচে ধরেছিলেন।’
×